বিশ্বজমিন
সিবিএস নিউজের বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫৮ অপরাহ্ন
সিবিএস নিউজের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা দায়ের করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প। তার অভিযোগ হচ্ছে টেলিভিশনটি মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী কমালা হ্যারিসের ৬০ মিনিটের একটি সাক্ষাৎকার এডিট করে ইতিবাচক ধারায় প্রচার করেছে। বৃহস্পতিবার টেক্সাসের একটি জেলা আদালতে যুক্তরাষ্ট্রের ওই টেলিভিশনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ট্রাম্প। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
এতে বলা হয়, উত্তর টেক্সাসের জেলার একটি আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। সিবিএস নিউজের বিরুদ্ধে ‘বেআইনি, প্রতারণামূলক এবং উল্লেখযোগ্য সংবাদ বিকৃত করার মাধ্যমে নির্বাচন এবং ভোটারদের হস্তক্ষেপের পক্ষপাতমূলক কাজে জড়িত থাকার অভিযোগ করেছেন ট্রাম্প।
অক্টোবরে সিবিএস নিউজকে দেয়া কমালা হ্যারিসের ৬০ মিনিটের সাক্ষাতকারের দুটি ভিডিও ক্লিপকে কেন্দ্র করে আদালতের দারস্থ হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি মধ্যপ্রচ্যে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত সম্পর্কে কমালার প্রতিক্রিয়ার একটি দীর্ঘ অংশ সম্পাদনা করা হয়েছিল। সম্পাদনার সিদ্ধান্তটি উদ্দেশ্যমূলকভাবে হ্যারিসের পক্ষে বৈশ্বিক সমর্থন অর্জন এবং জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য করা হয়েছে বলে মামলায় দাবি করেছেন ট্রাম্প।
আদালতে ট্রাম্পের আইনজীবী দাবি করেছেন যে, ৬০ মিনিটের ওই ভিডিওতে কমালা হ্যারিসের যে বক্তব্য রয়েছে তা এডিট করতে সিবিএস নিউজ ‘ইচ্ছে মতো’ শব্দের ব্যবহার করেছে। যাতে সংবাদ উপস্থাপনের যে বস্তুনিষ্ঠতা রয়েছে তা লঙ্ঘিত হয়েছে।
তবে ট্রাম্পের এই অভিযোগের বিরুদ্ধে সারা দিতে বিলম্ব করেনি সিবিএস নিউজ। গণমাধ্যমটি বলেছে, ট্রাম্প যে অভিযোগের ভিত্তিতে ১০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করেছেন তা ‘সম্পূর্ণরূপে অযোগ্য’। এক বিবৃতিতে সিবিএস নিউজ বলেছে, ৬০ মিনিটের ভিডিও নিয়ে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিটি অভিযোগ মিথ্যা। বিবৃতিতে আরও বলা হয়, সাক্ষাৎকারটিতে কোনোরকম কাটাছেঁড়া করা হয়নি। ৬০ মিনিটের ওই ভিডিওতে কমালা হ্যারিস প্রশ্নের যে জবাব দিয়েছেন তার কোনো অংশই লুকানো হয়নি। অনুষ্ঠানটি একদম বস্তুনিষ্ঠভাবেই প্রচার করা হয়েছে। দর্শকদের কোনোভাবেই বিভ্রান্ত করা হয়নি বলেও দাবি করেছে সিবিএস।
সিবিএস নিউজের বিরুদ্ধে ট্রাম্প যে মামলা করেছেন তা সম্পূর্ণরূপে ভিত্তিহীন বলেও দাবি ওই টেলিভিশন চ্যানেলটির। তারা মামলাটির বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে।