রাজনীতি
ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক
প্রেসিডেন্টকে অপসারণের বিষয়ে পরে সিদ্ধান্ত জানাবে বিএনপি
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ২৬ অক্টোবর ২০২৪, শনিবার, ৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন
প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনকে অপসারণের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি। দলীয় ফোরামে আলোচনা করে প্রেসিডেন্টকে অপসারণে দলের সিদ্ধান্ত কী হবে তা পরবর্তীতে জানাবে বিএনপি।
শনিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ৯ নেতার সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আজকে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছি, প্রথম প্রসকেড রিপাবলিক অব প্রোক্লেমেশন, এটি আমরা কে কিভাবে ঘোষণা দেবো এবং কিভাবে করা যায় এবিষয়ে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। দ্বিতীয় হল- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ। তার অপসারণটা খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা কিভাবে করতে পারি এবং যেকোন ধরনের সংকট কিভাবে দূর করা যায় তা নিয়ে আলোচনা করেছি। তৃতীয় হল- জাতীয় ঐক্য নিয়ে আলোচনা করেছি। তারা আমাদের কথা শুনেছেন। তারা জানিয়েছেন, এবিষয়ে তারা তাদের ফোরামে কথা বলবেন।
তিনি বলেন, বিএনপির পাশাপাশি আমরা জামায়াতের সঙ্গে বসেছিলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের সঙ্গেও আমরা এবিষয় নিয়ে কথা বলেছি। জামায়াতের জায়গা থেকে তারা একমত প্রকাশ করেছে। তারা বলেছেন, ইতিমধ্যে তাদের জায়গা থেকে তারা তাদের বক্তব্যে স্পষ্ট করেছেন। নৈতিক জায়গা থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের তার পদে থাকার কোন ধরনের গ্রহণযোগ্যতা নেই। ইসলামী আন্দোলনও একই কথা বলেছে। তারা দ্রুততম সময়ের মধ্যে জাতীয় ঐক্যের ভিত্তিতে রাষ্ট্রপতির অপসারণ চান।
হাসনাত বলেন, আমরা ২৩ তারিখে জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলাম যে, সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল, যারা গণঅভ্যুত্থানে আমাদের নেতৃত্বে এসে, আমাদের ফ্যাসিবাদ বিলোপের প্রাথমিক ধাপ ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন আমরা ঘটিয়েছি। এখন এই ফ্যাসিবাদ ব্যবস্থা পূর্ণাঙ্গ বিলোপের ক্ষেত্রে আমাদের যে আরেকটি বাধা সামনে এসে দাঁড়িয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ এবং আমাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত-এসব বিষয়ে যারা আমাদের নেতৃত্বে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে গত দু’দিন ধরে আমরা তাদের সঙ্গে আলাপ করছি।
তিনি জানান, রোববার গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদ ও ১২ দলীয় জোটের সঙ্গে সংলাপ রয়েছে। এই রাজনৈতিক সংলাপ অব্যাহত থাকবে।
বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির ৯ জন অংশ নেন। তারা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র উমামা ফাতেমা, সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, সমন্বয়ক রিফাত রশিদ, জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, মুখপাত্র সামন্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, সদস্য আরিফুল ইসলাম আদিব।
To Manab Zamin - In your comment box, please make provisions for inserting paragraphs. Currently, there is none. As of now, if someone inserts paragraphs in his/her comments, the published comments do not show any paragraphs.
জাতীয় ঐক্যের মাধ্যমে ফ্যাসিষ্ট আওয়ামী লীগকে দেশ থেকে সম্পূর্ণ হটাতে হবে।
ইন্ডিয়াতে পিয়াজের দাম ২০-৩০টাকা আমাদের দেশে বেসিহলে ৪০-৫০ টাকা হবার কতা