বিবিধ
জাতীয় নিরাপদ সড়ক দিবসে জেস টায়ার এর ব্যতিক্রমধর্মী কার্যক্রম
(১ মাস আগে) ২২ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:২৫ অপরাহ্ন
“সড়কের নিরাপত্তা আমাদের সকলের সম্মিলিত প্রয়াস” এই লক্ষ্যকে সামনে রেখে ও সড়কের নিরাপত্তা উন্নয়নের জন্য জেস টায়ার একটি ব্যতিক্রমধর্মী কার্যক্রম হাতে নিয়েছে ।
আজ মঙ্গলবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জেস টায়ার রাজধানী ঢাকার ২৫টি গুরত্বপূর্ণ রাস্তার মোড় সমুহে সারা দিনব্যাপী (সকাল ৮-০০ মিঃ থেকে বিকাল ৫-০০ মিঃ পর্যন্ত) জনসচেতনতামূলক কর্যক্রম শুরু করেছে। উক্ত কার্যক্রমে জেস টায়ার কর্তৃক নিয়োজিত ৩০০ জন কর্মী অংশগ্রহণ করেছে।
কর্মীগণ নিরাপদে রাস্তায় চলাচলের নিয়মকানুন সমুহ বিভিন্ন প্ল্যাকার্ড এর মাধ্যমে গুরত্বপূর্ণ রাস্তার পয়েন্ট গুলোতে জনসাধারণের সামনে তুলে ধরছেন ও সকলকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করছেন।
জেস টায়ার শতভাগ বাংলাদেশে উৎপাদিত একাটি দেশীয় টায়ার ব্র্যান্ড। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জেস টায়ার বিগত বছর থেকে এই কর্যক্রম চালিয়ে আসছে।
(বিজ্ঞপ্তি)