বাংলারজমিন
রূপগঞ্জে পুলিশ পিটিয়ে মালামাল লুট, গ্রেপ্তার ৪
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
১৬ অক্টোবর ২০২৪, বুধবারনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের সময় দায়িত্ব পালনকালে শিল্প পুলিশের দুই সদস্যকে পিটিয়ে আহত এবং মালামাল লুটের ঘটনায় চারজনকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার সকালে উপজেলার তারাবো এলাকা থেকে তাদের আটক করা হয়। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন জানান, গত ২রা অক্টোবর উপজেলার তারাবো পৌরসভার কর্নঘোপ এলাকার মনোয়ারা টেক্সটাইল মিলে বেতনভাতা বাড়ানো এবং কারখানার ম্যানেজার মাহমুদকে অপসারণের দাবিতে বিক্ষোভ করে শ্রমিকরা। এ সময় নারায়ণগঞ্জ শিল্প পুলিশের দল সেখানে কর্তব্য পালনকালে উত্তেজিত শ্রমিকরা পুলিশ সদস্য জিকরুল ইসলাম এবং শহিদুল ইসলামকে লোহার রড এবং লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাদের কারখানায় অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করেন।
ওই ঘটনায় শিল্প পুলিশের উপ- সহকারী পরিদর্শক আক্য রাখাইন বাদী হয়ে মামলা করলে মঙ্গলবার উপজেলার তারাবো এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত মেহেদী হাসান, আলম হোসেন, রাসেল আহমেদ ও আব্দুর রহমানকে আটক করে যৌথবাহিনী। পরে আটককৃতদের রূপগঞ্জ থানায় সোপর্দ করা হলে পুলিশ তাদেরকে আদালতে পাঠান।