প্রথম পাতা
‘আগামী সাত মাসের মধ্যে নির্বাচন সম্ভব’
স্টাফ রিপোর্টার
১২ অক্টোবর ২০২৪, শনিবারসরকার ইচ্ছা করলে এখন থেকে আগামী ৭ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সরকার দায়িত্ব নিয়েছে দুই মাস হলো। এরইমধ্যে সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করা হয়েছে। এসব কমিশন ৩ মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে। কমিশনের রিপোর্ট পাওয়ার পর এক মাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা হতে পারে। যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যায় সেসব বিষয়ে পদক্ষেপ নেয়া সহজ হবে। কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলো জাতির সামনে অঙ্গীকার করবে, সংবিধান সংস্কারসহ যেসব বিষয়ে পরিবর্তনের জন্য নির্বাচিত সংসদের প্রয়োজন হবে। সরকার ইচ্ছা পোষণ করলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে পরবর্তী ৩ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। এরজন্য নির্বাচনের প্রস্তুতি এখনই শুরু করতে হবে। দ্রুত নির্বাচন কমিশন গঠন করতে হবে। গতকাল মানবজমিন’র সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি’র বৈঠকেও সালাহউদ্দিন আহমেদ এই রোডম্যাপ উত্থাপন করেন। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে বিএনপি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের আহ্বান জানিয়ে আসছিলো। সালাহউদ্দিন আহমেদের বক্তব্যে এ ব্যাপারে একটি ধারণা পাওয়া যায়। তবে এটি কোন চূড়ান্ত টাইম লাইন ধরনের কিছু নয়। এটি একধরনের প্রস্তাব।
ব্যাংক ডাকাত এস আলমের গাড়িতে চড়া প্রথম স্বাধীন রাজনীতিবীদ আপনি। ইসলামী ব্যাংক পুনর্দখলেও যুবদল নেতার চেষ্টা ছিলো। আপনাদের হাতে জাতির ভাগ্য অনিশ্চিত। এত তাড়াহুড়ো করে কি ফায়দা লুটতে চান!
দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ফিরিয়ে আনা জরুরি
১৫ বছরে কিছুই করতে পারলোনা, এখন কেন এত তাড়াহুড়ো।
Our people don’t support any election before all reforms are complete. Or it bring bring another disaster by allowing the establishment of a autocratic regime
আমি এখানে মতামত প্রদান করেছিলাম। বুঝলাম না কেন আমার মতামত আপনারা ছাপেননি?
এতো তাড়াতাড়ি কেনো ??? দেশ টা একটু গোছান । তারপর না হয় নির্বাচন করলেন ।
মানুষ খুব ভাল করেই বোঝে কি কারনে খুব দ্রুত খমতায় যেতে চান।
ড:ইউনুস এর সরকারকে ৫বছর সময়ে দেওয়া উচিৎ,
১৫ বছরে তো হাসিনার টিকিটিও ছুঁতে পারেননি।একটু সবুর করুন। সময় কথা বলবে।
আজই নির্বাচন করা যায় কিন্ত আপনারা ক্ষমতায় একবছরও টিকবেন না যদি ডঃ ইউনুস সব ঠিক করে দিয়ে না যায়।
shtik Baly amar mone hoy.
বেশি তাড়াহুড়া করলে তো ভালো হবে না। আগে মানুষের মন জয় করুন। আগে মানুষের মনের ভাষা পড়ুন। তারপরে নির্বাচনে যান।
ব্যাংক ডাকাত এস আলমের গাড়িতে যারা যাত্রা করে তাদের কথায় ৭ ঘণ্টার মধ্যে নির্বাচন সম্ভব। সরকার পতনে আপনার কি ভূমিকা ছিল?
অঙ্গীকার করে সেটা ভঙ্গ করা রাজনৈতিক দলের নিয়মিত এজেন্ডা তাই ঐসব ধোঁকা বাজিতে জনতার আর আস্থা নেই
ছোটবেলায় একটা প্রবাদ শুনতাম প্রচুর, এখনও শোনা যায় মাঝে মাঝে, 'ডিম পাড়ে হাসে, খায় বাগডাশে' । অনেকদিন পরে কেনো জানি মনে পড়ে গেলো এই সংবাদটা দেখে।
Do not jump too much!