খেলা
বাবার মৃত্যু
বিশ্বকাপের মাঝে দেশে ফিরলেন পাকিস্তান অধিনায়ক
স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০২৪, শুক্রবার
বিশ্বকাপের মাঝেই দেশে ফিরলেন পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক ফাতিমা সানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে শুনলেন বাবার মৃত্যুর খবর। বাবাকে শেষ বিদায় জানাতে দেশে ফেরা ফাতিমা সানা নাও খেলতে পারেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।
এবারের বিশ্বকাপের কনিষ্ঠতম অধিনায়ক ২২ বছর বয়সী ফাতিমা সানা। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে জেতা ম্যাচে দলের সর্বোচ্চ ৩০ রানের পর গুরুত্বপূর্ণ ২ উইকেট নেন পেস বোলিং অলরাউন্ডার। ভারতের বিপক্ষেও খেলেছেন দারুণ। এরমধ্যেই বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফাতিমা সানার বাবার মৃত্যুর খবর জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। শোক প্রকাশ করে পিসিবির পক্ষ থেকে জানানো হয়, দুবাই থেকে সম্ভাব্য প্রথম ফ্লাইটেই করাচির উদ্দেশে রওনা হবেন সানা। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুক্রবারের ম্যাচে সানার থাকাটা অনিশ্চিত। অধিনায়কের অনুপস্থিতি বড় ধাক্কা হতে পারে পাকিস্তানের জন্য।
এখন পর্যন্ত দুই ম্যাচে একটি করে জয়-পরাজয় পাওয়া দলটির সামনের দুই ম্যাচের অন্তত একটি জিততেই হবে। আর সেমিফাইনালের দৌড়ে কিছুটা নিশ্চিন্ত থাকতে দুই ম্যাচই জিততে হবে তাদের। ভারতের বিপক্ষে ছোট পুঁজির ম্যাচেও আশা জাগান সানা। পরপর জেমিমা রদ্রিগেজ ও রিচা ঘোষকে ফিরিয়ে ভারততে চাপে রাখেন পাকিস্তান অধিনায়ক। যার ফলে তেমন বড় জয় পায়নি ভারত। আর নেট রান রেটে তেমন ধাক্কা লাগেনি পাকিস্তানের।
অষ্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচের আগে ফাতিমার না থাকার সম্ভাবনা পাকিস্তানের জন্য অস্বস্তির কারণ হবে। কারণ এই ম্যাচে পাকিস্তান না জিততে পারলে পরের ম্যাচে তাদের মুখোমুখি হতে হবে নিউজিল্যান্ডের। আগের ম্যাচে অজিদের সঙ্গে ৬০ রানের বড় ব্যবধানে হেরেছে কিউইরা। ফলে পাকিস্তানের সঙ্গে তাদের বাঁচামরার লড়াই হবে। সে ম্যাচে কেউ কাউকে ছাড় দেবে না।
প্রথম রাউন্ডে এখন পয়েন্ট টেবিলে ভারতের নিচে পাকিস্তান। ২ ম্যাচ খেলে ১ জয় ১ হার নিয়ে পাকিস্তানের পয়েন্ট ২। গ্রুপ এ-র শীর্ষে আছে অজিরা। তারা সব কয়টি ম্যাচেই জিতেছে। ৩ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ভারত। এই গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে যাবে।