বাংলারজমিন
বিএনপিতে চাঁদাবাজদের কোনো জায়গা নেই: আমান
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
৭ অক্টোবর ২০২৪, সোমবার
বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ আমানউল্লাহ আমান বলেছেন, বিএনপিতে চাঁদাবাজদের এখন কোনো জায়গা নেই। অতীতের মতো এখন আর কাউকে চাঁদা দিতে হয় না। আমরা কেরানীগঞ্জের হযরতপুর, কলাতিয়া ও রোহিতপুর বাজারের খাজনা মওকুফ করে দিয়েছি। কেউ চাঁদা চাইলে তাকে পুলিশে দিবেন। গতকাল বিকালে কেরানীগঞ্জের রোহিতপুর বোর্ডিং এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এসব বলেন। আমান বলেন, রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রাখা যাবে না। রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার না রাখলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটতো না। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করার জন্য জেলা প্রশাসক এবং কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনকে অনুরোধ করা হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মডেল থানা শাখা বিএনপি’র সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হক মনির, মৎস্যজীবী দলের নেতা মো. রুহুল আমিন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অলিউল্লাহ সেলিম প্রমুখ। শনিবার রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জন নিহত হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।