অনলাইন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব আমিনুল ইসলাম খান আটক
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ৬ অক্টোবর ২০২৪, রবিবার, ৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৩৪ অপরাহ্ন
রাজধানীর বনানী থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে আটক করেছে পুলিশ। রোববার বিকালে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেই মামলার প্রেক্ষিতেই বনানী থেকে তাকে আটক করেছে গোয়েন্দা পুলিশের সদস্যরা। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা এখনই বলা যাচ্ছে না।
আমার দেখা সচিবদের ভিতর সবচেয়ে বাঘা সচিব আমিনুল ইসলাম খান। তিনি শেরেবাংলার অপর নাম। সত্যের সাথে চললে একটু বিরোধীতার সম্মুখীন হতেই হয়।