বাংলারজমিন
ওসমানীনগরে বিএনপি নেতা বহিষ্কার দু’জনের পদ স্থগিত
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
৬ অক্টোবর ২০২৪, রবিবারদলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেটের ওসমানীনগরে বিএনপি’র এক নেতাকে বহিষ্কার ও একইসঙ্গে দুই নেতার পদ স্থগিত করা হয়েছে। সিলেট জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ। বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গঠনতন্ত্র মোতাবেক ওসমানীনগর উপজেলা বিএনপি’র কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক আলী আছগর ফয়েজের যুগ্ম সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়াও দলীয় ভাবমূর্তি সমুন্নত রাখার স্বার্থে ওসমানীনগর উপজেলা বিএনপি’র সুপারিশক্রমে উপজেলা বিএনপি’র কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বখতিয়ার হোসেন ও সহ-শ্রম বিষয়ক সম্পাদক ইমরুল হাসান চৌধুরীর দলীয় পদ স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে কেন আরও কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থার সুপারিশ করা হবে না তা সাত দিনের মধ্যে আপনাদের সবার স্বপক্ষে কোনো বক্তব্য থাকলে সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইউম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সম্মুখে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য আদিষ্ট হয়ে অবহিত করা হলো। এদিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকায় ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপি’র ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ওসমানীনগর উপজেলা বিএনপি’র সভাপতি এসটিএম ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ স্বাক্ষরিত এক পত্রে বাতিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ।