দেশ বিদেশ
বিশ্ব শিক্ষক দিবস আজ
স্টাফ রিপোর্টার
৫ অক্টোবর ২০২৪, শনিবার‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ প্রতিপাদ্য নিয়ে আজ পালিত হবে বিশ্ব শিক্ষক দিবস। গত সেপ্টেম্বর মাসে জারি করা ‘বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন নীতিমালা-২০২৪’ অনুসারে সব প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রকৌশল ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক যোগে এ দিবসটি উদ্যাপন করা হবে। গত দুই বছর যাবৎ জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতিস্বরূপ সরকারিভাবে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপিত হচ্ছে। প্রতিবছর বিশ্ব শিক্ষক দিবসে ১২ জন গুণী শিক্ষক পান সম্মাননা। এবারো গুণী শিক্ষকরা প্রত্যেকে সম্মাননা হিসেবে দুই লাখ টাকা, ক্রেস্ট এবং সনদ পাবেন। আজ দিবসটি পালনে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ এবং ইউনেস্কোর ঢাকা অফিস প্রধান ও বাংলাদেশ প্রতিনিধি ড. সুজান মারি ভাইজ।