বাংলারজমিন
করিমগঞ্জে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
৪ অক্টোবর ২০২৪, শুক্রবারকিশোরগঞ্জের করিমগঞ্জে হুমায়ুন (২০) নামে এক অটো-চালককে খুন করে রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তিনি উপজেলার গুজাদিয়া ইউনিয়নের চরকরনশী গ্রামের ওসমান মিয়ার ছেলে। বৃহস্পতিবার সকালে উপজেলার জাফরাবাদ ইউনিয়নের বাদেশ্রীরামপুর গ্রামে একটি ঝোপের ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এর আগে বুধবার রাতে কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানা এলাকা থেকে যাত্রী নিয়ে করিমগঞ্জের জঙ্গলবাড়ী যাওয়ার একপর্যায়ে তার ফোনটি বন্ধ পান স্বজনেরা। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছিল না।
এ ব্যাপারে করিমগঞ্জ থানার ওসি মোহাম্মাদ শাহাবউদ্দিন বলেন, বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে তার অটোরিকশাটি পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া ময়নাতদন্তের জন্য নিহতের লাশ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।