ঢাকা, ৪ নভেম্বর ২০২৪, সোমবার, ২০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ২ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

করিমগঞ্জে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার

কিশোরগঞ্জের করিমগঞ্জে হুমায়ুন (২০) নামে এক অটো-চালককে খুন করে রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তিনি উপজেলার গুজাদিয়া ইউনিয়নের চরকরনশী গ্রামের ওসমান মিয়ার ছেলে। বৃহস্পতিবার সকালে উপজেলার জাফরাবাদ ইউনিয়নের বাদেশ্রীরামপুর গ্রামে একটি ঝোপের ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এর আগে বুধবার রাতে কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানা এলাকা থেকে যাত্রী নিয়ে করিমগঞ্জের জঙ্গলবাড়ী যাওয়ার একপর্যায়ে তার ফোনটি বন্ধ পান স্বজনেরা। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছিল না। 
এ ব্যাপারে করিমগঞ্জ থানার ওসি মোহাম্মাদ শাহাবউদ্দিন বলেন, বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে তার অটোরিকশাটি পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া ময়নাতদন্তের জন্য নিহতের লাশ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status