ঢাকা, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

মেজবাহ উদ্দিনই বাফুফে’র প্রধান নির্বাচন কমিশনার

স্পোর্টস রিপোর্টার
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার
mzamin

পঞ্চমবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন সাবেক সচিব মেজবাহ উদ্দিন। এর আগে ২০০৮, ২০১২, ২০১৬ ও ২০২০ সালের নির্বাচনেও প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক এই আামলা। তিন সদস্যের নির্বাচন কমিশনের বাকি দুই সদস্য হচ্ছেন ব্যারিষ্টার এহসানুর রহমান ও যুগ্ন সচিব সুরাইয়া আক্তার জাহান। গতবার নির্বাচন কমিশনে ছিলেন অ্যাডভোকেট মোতাহের হোসেন সাজু। তাকে এবার রাখেনি বাফুফে। নির্বাচন কমিশনের পাশাপাশি গতকাল বাফুফের নির্বাহী কমিটির সভায় তিন সদস্যের নির্বাচনী আপিল কমিশনও গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ড. মো জাকারিয়াকে। সদস্য হিসেবে আছেন হারুনুর রশীদ ও মিহির সারওয়ার মোর্শেদ। নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি কাউন্সিলর তালিকাও অনুমোদন করেছে বাফুফের নির্বাহী কমিটি। এবার বাফুফে নির্বাচনের ১৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৭টি থেকে কাউন্সিলরের নাম জমা পড়ে বাফুফেতে। মামলার কারণে জমা পড়েনি যশোর ও সাতক্ষীরার কাউন্সিলরের নাম। ১৩৭টি কাউন্সিলরের মধ্যে আপত্তি পড়েছিল ১৭টি। অভিযোগের বিভিন্ন বিষয় খতিয়ে দেখে লালমনিহারহাট, গোপালগঞ্জ, ফেনী, শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের ভোটাধিকার বাতিল করা হয়। এই চার সংস্থার ভোটাধিকার বাতিল হওয়ায় আসন্ন নির্বাচনে ভোটিং কাউন্সিলর সংখ্যা ১৩৩। গতকাল এই ১৩৩ জন কাউন্সিলরকে অনুমোদন দিয়েছে বাফেুর নির্বাহী কমিটি। আগামী ২৬ অক্টোবার হোটেল ইন্টার কন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে এবারের বাফুফে নির্বাচন। বাফুফের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের ২১ দিন আগে নির্বাচনী কর্মকাণ্ড শুরু করতে হবে। সেই হিসেবে ৫ই অক্টোবর থেকে নির্বাচন কমিশনের কাজ শুরু হওয়ার কথা। এ বিষয়ে বাফুফের নির্বাহী কমিটির সদস্য সত্যজিত দাস রূপু বলেন, দ্রুতই আমরা নির্বাচন কমিশনারদের চিঠি দিবো। আশা করে স্বল্প সময়ে তারা সভা করে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু করবে।’  মেজবা আহমেদকে আবারও প্রধান নির্বাচন কমিশনার করা নিয়ে রুপু সভা শেষে বলেন, ‘গত যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, তিনি(মেজবাহ উদ্দিন) খুব সূচারুভাবে পরিচালনা করেছেন। ওনার ওপরে সবার আত্মবিশ্বাস ছিল বিধায় সবাই তার নাম প্রস্তাব করেছেন, বোর্ডও সম্মতি দিয়েছে।’ ধারণা করা হয়েছিল গতকালই হবে সালাউদ্দিনের কমিটির শেষ সভা। কিন্তু গতকালের সভায়  বাফুফের আর্থিক বিবরণী অনুমোদন না হওয়াতে সেটি আবার ফেরত পাঠানো হয়েছে ফিন্যান্স কমিটির কাছে। বাফুফের পরবর্তী সভায় আর্থিক বিবরণীর অনুমোদন হবে। এ কারণেই আরো একটি সভা করার সুযোগ পাচ্ছেন চার মেয়াদে বাফুফের সভাপতির দায়িত্ব পালন করা কাজী সালাউদ্দিন।    

 

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status