ঢাকা, ২১ জুন ২০২৫, শনিবার, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

বরগুনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

বরগুনা প্রতিনিধি
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার

বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সাইমুল ইসলাম রাব্বিসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে সদর থানার পুলিশ তিনজন এবং ডিবি পুলিশ দু’জনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে। বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত পাঁচজন হলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাব্বি, ১০ নম্বর নলটোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মাস্টার এবং ওয়ার্ড আওয়ামী লীগের তিন নেতা। জানা গেছে, গত ১৪ই আগস্ট বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে থানায় একটি মামলা করা হয়। এ মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে বরগুনা ডিবি’র ওসি বশিরুল আলম বলেন, একটি পুরাতন মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়া দুই আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, গত ১৪ই আগস্টের দায়ের করা একটি মামলার তদন্তে অভিযোগের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় পৌরশহরের উকিলপট্টি এলাকায় অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। দু’টি মামলায় পুলিশ তিনজন ও ডিবি দু’জনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status