বিশ্বজমিন
ক্ষমতায় টিকে থাকতে সাধারণ মানুষকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছেন ইসরাইলের মন্ত্রীরা: আনোয়ার ইব্রাহীম
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ২:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন
ইসরাইলি রাজনীতিবিদদের সমালোচনা করেছেন মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহীম। তিনি বলেছেন, ইসরাইলের মন্ত্রীরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জেরে সাধারণ নির্দোষ মানুষ প্রাণ হারাচ্ছেন। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়, বুধবার নিজের এক্সের এক পোস্টে ইসরাইলি মন্ত্রীদের নিয়ে এ মন্তব্য করেছেন আনোয়ার। তিনি বলেছেন, লেবানন, সিরিয়া ও ইয়েমেনে ইসরাইলের অব্যাহত হামলা মূলত গাজা এবং পশ্চিম তীরে তাদের গণহত্যা থেকে বিশ্ববাসীর চোখ সরানোর একটি অপকৌশল। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, সম্প্রতি মধ্যপ্রাচ্যে তেল আবিবের হামলার উদ্দেশ্য হচ্ছে তাদের নিজেদের ক্ষমতায় এবং কারাগারের বাইরে রাখার চেষ্টা। নেতানিয়াহু তার রাজনৈতিক ক্যারিয়ার নির্দোষ মানুষ হত্যার বেদিতে উৎসর্গ করেছেন বলেও মন্তব্য করেছেন আনোয়ার। তিনি মধ্যপ্রাচ্যের সব পক্ষকে জরুরীভাবে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন যা এই অঞ্চলকে অস্থিতিশীল করছে। আনোয়ার বলেছেন, আমাদের অবশ্যই জরুরীভাবে প্রতিক্রিয়ার বিপজ্জনক পরিস্থিতি থামাতে হবে। না হলে এই পরিস্থিতি অন্যান্য পক্ষগুলোর মধ্যে সংঘাত বিস্তার ঘটাতে পারে বলে সতর্ক করেছেন তিনি। এক্ষেত্রে তিনি সকল পক্ষকে অবিলম্বে শত্রুতা কমানোর আহ্বান জানিয়েছেন। বৃহত্তর আঞ্চলিক সংঘাত এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বানও জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।