ঢাকা, ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

হেরেই গেলো বাংলাদেশ, রেকর্ড ভারতের

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১০:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৫৩ অপরাহ্ন

mzamin

৮ উইকেট হাতে নিয়ে বাংলাদেশ আজ ব্যাটিং করতে নামে। লাঞ্চের শেষ বলে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে জমা হয় ১৪৬ রান। তাতে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৯৫। জয়সোয়ালের ফিফটিতে সেটা ৩ উইকেট হারিয়েই টপকে যায় ভারত। কানপুরে চতুর্থ ইনিংসে এটা সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে এখানে চতুর্থ ইনিংসে ৮২ রানের বেশি করে যে জিততে পারেনি কোনো দল।

এবার গিলকে ফেরালেন মিরাজ 

মেহেদী হাসান মিরাজ যেন ভারতীয় ব্যাটারদের কাছে অপ্রতিরোধ্য হয়ে উঠছেন। এবার তার শিকার হয়ে ফিরলেন শুভমন গিল। 

রোহিত ফেরার পর জয়সোয়ালকে ফেরানোর সুযোগ হাতছাড়া করলেন শান্ত 

৯০ রান ডিফেন্ড করতে নেমে ১৮ রানে রোহিত শর্মাকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। তার শিকার হতে পারতেন আরেক ওপেনার যশস্বী জয়সোয়াল, কিন্তু স্লিপে কঠিন ক্যাচটি ধরতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

ভারতকে ৯৫ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ 

খালেদ আহমেদ বুমরাহর ৫ বল সামলালেও শেষ বলে আউট হলেন মুশফিকুর রহিম। লাঞ্চের আগে শেষ বলে ১৪৬ অলআউট হলো বাংলাদেশ। জয়ের জন্য ভারতের প্রয়োজন ৯৫ রান। 

ডাক মারলেন সাকিব, অবিশ্বাস্য হারের দিকে এগোচ্ছে টাইগাররা 

শুন্য রানে ফিরলেন সাকিব আল হাসান। বাংলাদেশ এগোচ্ছে আরও একটি অবিশ্বাস্য হারের দিকে। 

লিটনও একই পথে, হার ডেকে আনছে বাংলাদেশ 

দুটো ডেলিভারি ছেড়ে পরেরটা খোঁচা দিতে গিয়ে আউট হলেন লিটন কুমার দাস। বাংলাদেশের ব্যাটাররা নিজেরাই ডেকে আনছে হার। 

এবার সাদমান, দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন বাংলাদেশের ব্যাটাররা 

ফিফটি হয়েছে, খেলেছেন ১০০ বল। এরকম একজন সেট ব্যাটার বাইরের বল খেলতে গিয়ে উইকেট ছুড়ে দিলেন। সাদমানের দায়িত্বহীনতার পরিচয়ে পঞ্চম উইকেট হারালো বাংলাদেশ। 

উইকেট ছুড়ে দলকে বিপদে ফেললেন শান্ত, ফিফটিতে রেকর্ড সাদমানের 

দিনের শুরুতে মুমিনুল হক ফেরার পর নাজমুল হোসেন শান্ত  ও সাদমান ইসলামের জুটি বেশ ভালোভাবে এগোচ্ছিল। কিন্তু রবীন্দ্র জাদেজা বোলিংয়ে আসতেই উইকেট ছুড়ে দিলেন শান্ত। আর তাতে ভাঙলো ৫১ রানের জুটি। একই ওভারে প্রথম বাংলাদেশি ওপেনার হিসেবে ভারতের মাটিতে ফিফটি পূর্ন করেছেন সাদমান। 

সুইপেই আত্মাহুতি মুমিনুলের 

প্রথম ইনিংসে সুইপে সাফল্য পেয়েছেন। দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই এই শটটাই খেলে যাচ্ছিলেন মুমিনুল হক। সেই শটেই তার উইকেট নিলেন অশ্বিন। 

শুরু হলো রোমাঞ্চকর পঞ্চম দিন

কানপুরে বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন শুরু হয়েছে। ১ উইকেটে ২৬ রান নিয়ে দিন শুরু করেছে বাংলাদেশ। মুমিনুল হক ও সাদমান ইসলাম ব্যাটিং করছেন।

পাঠকের মতামত

বাংলাদেশ অভিজ্ঞতার ঘাটতির কারণে হেরে গেছে ভারতের কাছে । বাংলাদেশের জায়গায় অন্য কোন দেশে হলে এই টেস্ট ড্র হতো। আমার খুবই খারাপ লাগছে বাংলাদেশের জন্য।

মিলন আজাদ
১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৩:২৫ অপরাহ্ন

পাকিস্তান কে ধবল ধোলাইয়ের পর টাইগাররা খুশীতে জুতো হারানোর মত অবস্থা। আর জাকির হাসান ২৪ বল খেলে ০ রানে ফিরে গেল প্রথম ইনিংসে, সে আবার ওপেন করতে নেমেছিল । কবে বি পি এলে দু'চারটে ছক্কা মেরেছিল, সেটি দেখে বিসিসি তার দিওয়ানা হয়ে গেল, তারপর জাতীয় দলে ভর্তী করলো।

nixon tapi
১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১২:৩৪ অপরাহ্ন

দেশে ফিরলে খোলা বাসে করে সন্মানিত করা হোক।

Ahmed
১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১১:৪২ পূর্বাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status