রাজনীতি
জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য রাষ্ট্রকে অনন্য উচ্চতা দিয়েছে: আবদুর রব
স্টাফ রিপোর্টার
(৯ মাস আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০৮ অপরাহ্ন

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য রাষ্ট্রকে অনন্য উচ্চতা দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। শনিবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
আবদুর রব বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ভাষণে বিশ্বব্যবস্থাকে নতুন করে পুনর্গঠন করার মধ্য দিয়ে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে আহ্বান জানানো হয়েছে, তার মাধ্যমে সকল জাতি ও রাষ্ট্রের অভিপ্রায় প্রকাশ পেয়েছে। এই ধরনের ইতিবাচক বক্তব্য ড. ইউনূসকে গ্লোবাল কণ্ঠস্বরে রূপান্তর করেছে।
তিনি বলেন, ১৯৭১ সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধ করেছিল, সেই মূল্যবোধকে বহু বছর পরে আমাদের ‘জেনারেশন জি’ নতুনভাবে দেখতে শিখিয়েছে। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামীতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা জোগাবে- ড. ইউনূসের এই বক্তব্য ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে মহিমান্বিত করেছে- যা বিশ্বের নিপীড়িত মানুষের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
পাঠকের মতামত
# Mohammed Shahjahan ঐ ঘটনা অনেক পুরাতন, ১৯৭১ সালের। ৫৩ বছর আগের। বিশ্ববাসী জানে । নতুন ঘটনা বিশ্ব কে জানাতে হয়।
তিনি একবারও মুক্তিযোদ্ধার কথা মুখে নেন নাই, মুক্তিযোদ্ধা শহীদদের স্মরণ করে নাই, তাহলে মুক্তিযোদ্ধার রব সাহেব কোন এঙ্গেলে এত খুশি হইলেন বুঝতে পারলাম না!!!
Right