খেলা
ভোটাধিকার ফেরত পেতে শেখ রাসেলের চিঠি
স্পোর্টস রিপোর্টার
২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার২৬শে অক্টোবরের নির্বাচনে ভোটাধিকার ফেরত চেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। বুধবার বাফুফে ভবনে শেখ রাসেল ক্লাবের পক্ষে স্পোর্টস ডিরেক্টর সালেহ জামান সেলিম এই চিঠি ফেডারেশনের কাছে জমা দিয়েছেন। গত ১৬ই সেপ্টেম্বর থেকে বাফুফে তাদের অধিভুক্ত সকল ক্লাব, জেলা ফুটবল এসোসিয়েশন, শিক্ষা বোর্ড ও সংস্থাগুলোকে আসন্ন নির্বাচনে স্ব স্ব প্রতিষ্ঠানের কাউন্সিলরের নাম চেয়ে চিঠি দেওয়া শুরু করে। সেই চিঠি পায়নি আসছে মৌসুমের শীর্ষ লীগে অংশ না নেওয়া শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমণ্ডি ক্লাবসহ কয়েকটি ক্লাব। অথচ শেখ রাসেল গত মৌসুমে লীগে ষষ্ঠ হয়েছিল। সর্বশেষ লীগ টেবিলের নিরিখে প্রিমিয়ার লীগের কাউন্সিলরশিপ নির্ধারিত হয়। সেখানে শেখ রাসেল থাকার পরও চিঠি পায়নি। তাই বাফুফেকে চিঠি দিয়েছে ২০১২-১৩ মৌসুমে ট্রেবলজয়ী দলটি। শেখ রাসেল ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ বাফুফে সাধারণ সম্পাদক বরাবর লিখিত চিঠিতে স্বাক্ষর করেছেন। বাফুফের গঠনতন্ত্রের ২১ ধারা মোতাবেক শেখ রাসেল ক্রীড়া চক্র কাউন্সিলর চিঠি পাওয়ার অধিকার রাখে। তাই ক্লাবটি বাফুফের কাছে কাউন্সিলর চিঠি দেয়ার অনুরোধ জানিয়েছে। সালেহ জামান সেলিম বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী সর্বশেষ বা সমাপ্ত লীগের পয়েন্ট টেবিল অনুযায়ী ভোটাধিকার পাওয়ার কথা। বিগত নির্বাচনগুলোতে সেটাই হয়েছে। তিন মাস আগে সমাপ্ত লীগে শেখ রাসেল ষষ্ঠ হয়েছে। কাউন্সিলর হওয়া আমাদের অধিকার। ভোটাধিকার ফেরত পেতে প্রয়োজনে ফিফা পর্যন্ত যাবো আমরা।’ এ ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘নির্বাহী সভায় সিদ্ধান্তের ভিত্তিতে সর্বশেষ দলবদলে অংশ নেওয়া দলগুলোকে কাউন্সিলরশিপের জন্য চিঠি দেওয়া হয়েছে। এর বাইরেও আমরা ফিফার কাছে এ ব্যাপারে নির্দেশনা চেয়েছি। সেটা পেলেই ক্লাবগুলোর আবেদনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে আমাদের হাতে। আশা করছি এর মধ্যেই ফিফার নির্দেশনা পেয়ে যাবো।’