ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ রবিউস সানি ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

নাটকে জিয়াউর রহমানকে নেতিবাচকভাবে উপস্থাপন

তারানা হালিম-মোরশেদ-আশিকসহ ১০ জনকে লিগ্যাল নোটিশ

স্টাফ রিপোর্টার
২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার

আরটিভিতে প্রচারিত মঞ্চ নাটক ‘ইনডেমনিটি’তে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক  প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমকে নেতিবাচকভাবে উপস্থাপন করার অভিযোগ এনে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও অভিনেত্রী তারানা হালিম, আরটিভি’র চেয়ারম্যান মোরশেদ আলম, আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, আরটিভি’র ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, নাটকের পরিচালক মান্নান হীরা, অভিনেতা সাজু খাদেম, ফজলুর রহমান বাবু, রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক, তথ্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে এই নোটিশ দেয়া হয়েছে।
আগামী ৩০ দিনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যেসব প্রচার মাধ্যমে এ সংক্রান্ত তথ্য ও ভিডিও রয়েছে তা সরিয়ে নিতে, ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে এবং প্রকাশ্যে জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে। অন্যথায় উপযুক্ত আদালতে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করার কথা বলা হয়েছে।
গতকাল নোটিশ দাতা আইনজীবী আব্দুল হালিম (মীর হালিম) জানান, ‘বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ  প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীরউত্তমকে ‘ইনডেমনিটি’ নামক একটি মঞ্চ নাটকে নেতিবাচকভাবে উপস্থাপন, রচনা, অভিনয় ও প্রচারণার অভিযোগে এ নোটিশ দেয়া হয়েছে। এডভোকেট মীর হালিম বলেন, ইনডেমনিটি নাটকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে যে ভুল ও মানহানিকর তথ্য উপস্থাপন করা হয়েছে তা আগামী ৩০ দিনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যেসব প্রচার মাধ্যমে এ সংক্রান্ত তথ্য ও ভিডিও রয়েছে তা সরিয়ে নিতে হবে, ভবিষ্যতে এ ধরনের কাজে বিরত থাকতে হবে এবং প্রকাশ্যে জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করতে হবে। অন্যথায় উপযুক্ত আদালতে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। তিনি বলেন, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা ও জনপ্রিয় দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ  প্রেসিডেন্ট জিয়াউর রহমান. বীরউত্তমকে ইনডেমনিটি নাটকের আড়ালে নেতিবাচক উপস্থাপনা হাজারো মানুষের সঙ্গে তাকে ব্যথিত করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতাকর্মী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এবং শহীদ  প্রেনিডেন্ট জিয়াউর রহমানের একনিষ্ঠ অনুসারীদের পক্ষ থেকে সংক্ষুব্ধ হয়ে তিনি এ আইনি নোটিশ পাঠিয়েছেন।
‘১৯৭৫ সালে তৎকালীন  প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর তৎপরবর্তী  প্রেসিডেন্ট খন্দকার মোশ্‌তাক আহমেদের জারি করা দায়মুক্তি অধ্যাদেশের সঙ্গে জিয়াউর রহমানকে জড়িয়ে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে ২০২০ সালের ২৬শে সেপ্টেম্বর বিকাল ৫টায় প্রচারিত হয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে রচিত মঞ্চ নাটক ‘ইনডেমনিটি’।  এ নাটকের মাধ্যমে রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে এবং সাবেক  প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ও নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে তাকে মানহানিকরভাবে উপস্থাপন করা হয়েছে যা অসত্য এবং ইতিহাসকে বিকৃত করার শামিল।
নাটকটির রচয়িতা ও পরিচালক মান্নান হীরার পত্রিকায় প্রকাশিত কলাম থেকে বোঝা যায় ইনডেমনিটি অধ্যাদেশের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদস্বরূপ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ মঞ্চ নাটকটি পরিবেশন করে। ৪৩ মিনিটের নাটকের শুরুর উপস্থাপনা করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম ও টেলিভিশন টকশোতে এ বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম ফজলুর রহমান বাবু, চিত্রনায়ক রিয়াজসহ অনেকে।
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status