বিশ্বজমিন
ভোগান্তি লাঘবে অনলাইনে পাসপোর্ট নবায়নের অনুমতি দিলো যুক্তরাষ্ট্র
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন
এখন থেকে অনলাইনে আবেদনের মাধ্যমে পাসপোর্ট নবায়ন করতে পারবে যুক্তরাষ্ট্রের নাগরিকরা। এর মাধ্যমে দীর্ঘদিনের ক্লান্তিকর মেল-ইন পেপার অ্যাপ্লিকেশন পদ্ধতি থেকে নিস্তার পেলেন আমেরিকানরা। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর পাসপোর্ট নবায়নের নতুন এই পদ্ধতির কথা ঘোষণা করেছে। এই ঘোষণার পর থেকেই অনলাইন পাসপোর্ট নবায়ন ব্যবস্থা পুরোপুরি কার্যকর হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, প্রচলিত কাগজে আবেদন প্রক্রিয়ার বদলে এই অনলাইন বিকল্প প্রস্তাবের মাধ্যমে মন্ত্রণালয় সবচেয়ে কার্যকর এবং সুবিধাজনক পাসপোর্ট নবায়নের অভিজ্ঞতা দিতে ডিজিটাল রূপান্তরকে স্বাগত জানাচ্ছে। মূলত কোভিড-১৯ মহামারির কারণে কর্মী ঘাটতির ফলে পাসপোর্ট প্রক্রিয়াকরণে দীর্ঘ বিলম্বের পরে বিভাগটি নিয়োগ বৃদ্ধি করেছে এবং অন্যান্য প্রযুক্তিগত উন্নতি চালু করেছে যা গত বছরের তুলনায় অপেক্ষার সময় প্রায় এক-তৃতীয়াংশ হ্রাস করেছে। তিনি বলেছেন, বেশিরভাগ আবেদন এখন ছয় থেকে আট সপ্তাহের চেয়ে কম সময়ে সম্পন্ন হয়। অনলাইন নবায়ন ব্যবস্থা এই সময়কে আরও কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। অফলাইন আবেদনে তাদের কাগজের মুদ্রণ ও প্রেরণ এবং মেল এর মাধ্যমে একটি চেক প্রেরণ করতে হয়। স্টেট ডিপার্টমেন্ট বলেছে যে, নতুন এই পক্রিয়ায় বছরে প্রায় ৫ মিলিয়ন আমেরিকান তাদের পাসপোর্ট নবায়নে সক্ষম হবে। ২০২৩ সালে সংশ্লিষ্ট দপ্তরে প্রায় ২৪ মিলিয়ন পাসপোর্ট জমা পড়ে যার মধ্যে প্রায় ৪০ শতাংশই নবায়নের জন্য জমা পড়েছিল। অনলাইনে পাসপোর্ট নবায়নের জন্য আগের ফি বহাল রেখেছে কর্তৃপক্ষ।
বাংলাদেশেতো আরো অনেক আগে থেকেই অনলাইনে করা হয়। ই পাসপোর্টের জন্য ফিংগার প্রিন্ট শুধু অফিসে যেয়ে দিতে হয়।
আমেরিকার মতো বাংলাদেশেও অনলাইনে পাসপোর্ট নবায়ন করা হোক।