রাজনীতি
মির্জা ফখরুল
অন্তর্বর্তী সরকার বেশিদিন থাকলে জনগণ মেনে নেবে না
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:০৫ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকার বেশিদিন থাকলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'একটি জরিপে বলেছে ৮০ শতাংশ লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকবে। আমি জানি না এই কথা তারা কোথা থেকে পেল, কীভাবে পেল। কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না।'
পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। রাজধানীর ডিআরইউ মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এ আলোচনা সভা আয়োজন করে।
ওই জরিপের প্রসঙ্গ তুলে তিনি বলেন, 'আমি পত্রিকার নাম বলছি না। একটা জরিপের বরাত দিয়ে পত্রিকাটি লিখেছে। এই জরিপ কারা করেছে আমি ঠিক বলতে পারব না। এ ধরনের কথা, রিপোর্ট করা থেকে আমার মনে হয় ভেবেচিন্তে করা উচিত যেন বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে।’
বেশ কিছু সংগঠন অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখতে কাজ করছে উল্লেখ করে ফখরুল বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখতে বেশ কিছু সংগঠন ও গোষ্ঠী ইতোমধ্যে কাজ শুরু করেছে। তারা (অন্তর্বর্তী সরকার) একেবারেই পরিবর্তন করে দেবে। সব সংস্কার তারাই করে দেবে। তাহলে তো জনগণের দরকার নাই, পার্লামেন্টের দরকার নাই।’
নতুন দল প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ছাত্র-জনতা রক্ত দিয়ে সুযোগ তৈরি করেছে সামনে এগিয়ে যাওয়ার, আমাদের ব্যবস্থাকে জনগণ যেভাবে চায়, সেভাবে নিয়ে আসার। সেটা কি নস্যাৎ করার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে? যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে, তাদের মধ্য থেকে যখন বলেন নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পারা যায় না। যদি বলেন নতুন দল তৈরি করতে হবে, তাহলে জনগণ কী করে বুঝবে যে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন?’
আলোচনা সভার সভাপতিত্ব করেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। এ সময় আরও বক্তব্য দেন, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, সহসভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া, কে এম জাবির, এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব আবু ইউসুফ সেলিম ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।
আপনারা যারা এখানে মন্তব্য করছেন,মনে হচ্ছে আপনারাই কেবল এই দেশের জনগণ। আপনারা যা চাবেন তাই হবে, ১০, ২০ বা ১০০ বৎসর? কঠিন দেশ প্রেমিক আপনারা ঘোলা পানিতে মাছ শিকারী।
এত তাড়াহুড়ো কিসের? আমরা জনগণ অনেক দিন চাই এই সরকার কে এবং গুনগুন একটা পরিবর্তন আসুক প্রশাসনে।
এত অস্থির কেন? এটা তো জনগণেরই সরকার ।
আমার মতামত পাবলিশ করা হয়নি কেন
স্যার আপনাকে অনেক রেসপেক্ট করি। কিন্তু এখন যেই কথা গুলো বলছেন আমার মনে হচ্ছে এখনো সেই সময় আসেনি। আমরা সবাই ১৬টা বছর নিষ্পেষিত হয়েছি। কিন্তু ১৬টা মাস কি অপেক্ষা করতে পারবোনা?
জরিপ মানেন না, তো কি মানবেন? রাজনৈতিক দলগুলোকে এদেশের মানুষের চেনা আছে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার, দলের গঠনতন্ত্র ইত্যাদি কোথাও লেখা ছিল না তারা স্বৈরতন্ত্র কায়েম করবে, গুম-খুন করবে, ১১ লক্ষ কোটি টাকা পাচার করবে। বরং অনেক ভালো ভালো কথা লেখা ছিল।এভাবে আপনারাও রাস্ট্র সংস্কারের জন্য অনেক ভালো ভালো কথা উপস্থাপন করেছেন, কিন্তু সমস্যা হলো আপনারা যা বলেন তা করেননা, তাছাড়া আপনাদের কেন্দ্র থেকে তৃনমুল কোথাও একতা নাই, চেইন অব কমান্ড নাই, দলে গনতন্ত্র চর্চা নাই। এরকম একটা দল ক্ষমতায় গেলে ঠিকমত সংস্কার কাজ করবে তা বিশ্বাস করার উপায় কি?
আপনাদের তাড়াহুড়াও মানুষ ভালোভাবে নিচ্ছে না । স্বৈরাচারকে আপনারা তাড়াতে পারেন নি ! যারা তাড়িয়েছে তারাই ঠিক করবে কতদিন লাগবে দেশ মেরামতে । আপনাদেরকে কমপক্ষে ৩ বছর অপেক্ষা করতে হবে ।
বন্যায় ত্রানের টাকা কই গেলো সমন্বয়করা নাকি টাকা ব্যাংকে ফেলে রাখছে, আসলে ক্ষমতায় গেলে সবাই বদলে যায়, তাই অচিরেই নির্বাচন দিতে হবে। এই ছাত্র আন্দোলনে বিএনপির অনেক নেতা কর্মী (৪২২) মারা গেছে, আহত হয়ে পড়ে আছে লাখ খানেক তাই নির্বাচন দেয়া জরুরী।
দয়া করে খুনি হাসিনার মত বিএনপি'র নেতা কর্মীদেরকে ১৮ কোটি জনগন বলে চালাবেন না। এখন যদি আপনাদের এই হ য ব র ল দলকে ক্ষতায় বসানো হয়, আমি গ্যারান্টি দিচ্ছি ৩ মাসও টিকতে পারবে না।
এটা কি জণগন নাকি বিএনপি মেনে নেবে না?ছাত্ররা এদেশ স্বাধীন করেছে | সুতরাং তারা কোনো দল করলে আমরা সাধারণ জনগণ তাদের সাথে থাকবো
দাদু তোমারে কে বলেছে , যে জনগণ মেনে নিবে না ? বিএনপি নেতাকর্মীরাই কি শুধু জনগণ ?
ক্ষমতায় যেতে এত তাড়াহুড়ো কেন?
ফখরুল সাহেব একেক সময় একেক কথা বলেন!
বাংলাদেশ এর জনগণ এইসরকার কেই চায়ে,এখন মানুষ নির্বাচন চায়েনা, সব সংস্কার হওয়ার পর ২০৩০ হবে নির্বাচন,ইনশাআল্লাহ
আমরা এই সরকারকে দশ বছর দেখতে চাই
জনগণ সবই মেনে নিবে কিন্তু ক্ষমতা লোভীদের মেনে নিবেনা, হওক আওয়ামীলীগ হওক বিএনপি
দয়া করে নিজেকে কাদের সাহেবের কাতারে ফেলায়েন না । জনগন কি শুধু বি এন পি তেই আছে?
রাজনীতি "মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকার বেশিদিন থাকলে জনগণ মেনে নেবে না"। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক বলছেন।
We know you
কি বলেন এসব। আবোল তাবোল।
বলেন বিএনপি মানবে না, জনগণের দোহাই দিয়েন না।
"রাজনীতি মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকার বেশিদিন থাকলে জনগণ মেনে নেবে না" মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই ভবিষ্য বানি সঠিক আছে।
যতদিন সংস্কার না হচ্ছে ততোদিন ডঃ ইউনুস সরকার থাকবে।নচেৎ লুণ্ঠনকারীরা পুনরায় ক্ষমতায় আসবে আওয়ামী লীগ ব্যতিরেক ভিন্ন দলে ভিন্ন নামে।
কোন পত্রিকা কোন জরিপ করবে সেটা কি বিএনপিকে বলে দিতে হবে?? ক্ষমতায় আসার আগে এই ধরণের আচরণ, না জানি ক্ষমতায় গেলে কি করে এরা!!