ঢাকা, ৭ অক্টোবর ২০২৪, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৩ রবিউস সানি ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

কুলাউড়ায় নির্মাণের দুই বছরেই খসে পড়েছে স্কুলের পলেস্তারা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবারmzamin

মৌলভীবাজারের কুলাউড়ার রাঙ্গীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮২ লাখ টাকা ব্যয়ে নতুন ভবনের নির্মাণকাজ শেষ হওয়ার দুই বছরের মধ্যেই ছাদের পলেস্তারা খসে পড়েছে। এ ছাড়া ভবনটির বিভিন্নস্থানে দেখা দিয়েছে ফাটল। জানা যায়, চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের (১ম পর্যায়) আওতায় ২০২১-২০২২ অর্থবছরে ৮২ লাখ ২৫ হাজার ৩১২ টাকা ব্যয়ে শ্রীমঙ্গলের মেসার্স সেলিম কনস্ট্রাকশন নামীয় ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ পায়। আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের ভবনটি কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়া হয়নি। স্থানীয় আছকির মিয়া নামক নির্মাণ ঠিকাদারের তত্ত্বাবধানে করোনাকালীন সময়ে ভবনের অধিকাংশ কাজ বাস্তবায়ন হয়। কাজ চলাকালীন চিরফাটা দেখাসহ বিক্ষিপ্ত কিছু ত্রুটি দেখা দিলে কোনোমতে সংশোধন করে দেয়া হয়। প্রধান শিক্ষক সুশীল চন্দ্র দাস জানান, ৬ই সেপ্টেম্বর বিকালে বারান্দার একটি অংশ থেকে পলেস্তারা পড়ার বিষয়টি দপ্তরি তাকে জানান। তিনি শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের অবগত করলে এলজিডিইডি থেকে কর্মকর্তারা দেখে যান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদ্য বিদায়ী সভাপতি জাকির হোসেন বলেন, কাজ শেষ হতে না হতেই নানা জায়গায় ফাটল ও পলেস্তারা পড়ে যাওয়াটা বলে দেয় কাজে কতোটা অনিয়ম হয়েছে। আরও একাধিক স্থানে ত্রুটি রয়েছে। শিক্ষক শামীম উদ্দিন আহমদ বলেন, স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। সবাই আতঙ্কে থাকি, কখন উপর থেকে কিছু খসে পড়ে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সেলিম কনস্ট্রাকশনের ম্যানেজার শাহিন মিয়া বলেন, বিষয়টি কনস্ট্রাকশনের প্রধান সেলিম আহমদ ভালো বলতে পারবেন। সেলিম আহমদের নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার ইফতেখায়ের হোসেন ভূঞা বলেন, সংশ্লিষ্ট বিভাগকে জানিয়েছি। আশাকরি দ্রুত নিরসণ করা হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status