বাংলারজমিন
রংপুরে ৫৭ দিন পর মিলনের লাশ উত্তোলন
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবাররংপুরে আদালতের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। গতকাল দুপুরে নগরীর মুন্সিপাড়া কবরস্থান থেকে মৃত্যুর ৫৭ দিন পর লাশটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাদাত, মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই রাসেল ইসলাম ও মিলনের পরিবারের সদস্যরা।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাদাত বলেন, আদালতের নির্দেশে মিলনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আবার লাশ সেখানে দাফন করা হবে। উল্লেখ্য, গত ১৯শে জুলাই বিকালে রংপুর সিটি করপোরেশনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মিলনের মৃত্যু হয়। এ ঘটনায় ২৭শে আগস্ট মিলনের স্ত্রী দিলরুবা আক্তার বাদী হয়ে রংপুর কোতোয়ালি মেট্রো থানার কগনিজেন্স ম্যাজিস্ট্রেট আদালতে জাতীয় সংসদের সাবেক স্পিকার, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগ নেতাসহ ১৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পহেলা সেপ্টেম্বর এফিডেভিটের মাধ্যমে রংপুরের সাবেক বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন এবং সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের নাম প্রত্যাহারের আবেদন করেন মামলার বাদী দিলরুবা আক্তার।