বিনোদন
শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন যারা
স্টাফ রিপোর্টার
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’-এর ট্রাস্টি বোর্ড সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে। গতকাল এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিল্পী কল্যাণ ট্রাস্ট সদস্যদের নাম ঘোষণা করে সংস্কৃতি মন্ত্রণালয়। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ১৫ সদস্যের মধ্যে আছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়াও বিভিন্ন অঙ্গন থেকে রাখা হয়েছে প্রতিনিধি। এরমধ্যে আছেন সংগীতশিল্পী কনক চাঁপা, নির্মাতা আশফাক নিপুণ, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এর বাইরে আছেন কবি কলামিস্ট ও সংগঠক নাহিদ হাসান নলেজ, নাট্য ব্যক্তিত্ব ও শিক্ষক সামিনা লুৎফা, লেখক ও শিক্ষক তুহিন ওয়াদুদ, কবি ইমতিয়াজ মাহমুদ ও কবি সায়িদ জামিল। অসচ্ছল শিল্পীদের সহায়তা, তাদের কল্যাণে প্রকল্প বাস্তবায়ন, অসুস্থ হলে চিকিৎসা সহায়তা দেয়া, শিল্পকর্মে বিশেষ অবদানের জন্য বৃত্তি প্রদান, শিল্পীদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য সহায়তাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালিত হয় এই ট্রাস্টের মাধ্যমে।