বাংলারজমিন
শশীভূষণে যুবদল নেতাকে অপহরণ করে মুক্তিপণ দাবি
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবারচরফ্যাশনের শশীভূষণে যুবদল নেতা রিয়াজ মুন্সিকে অপহরণ করে মুক্তিপণ দাবির পর উদ্ধার করেছে থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় মুন্সি বাড়ির সামনে থেকে রসুলপুর ইউনিয়ন যুবদল নেতা রিয়াজ মুন্সিকে অপহরণ করা হয়। গতকাল সন্ধ্যায় ভুক্তভোগীর পরিবার ও যুবদল নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে এ তথ্য জানান।
এ বিষয়ে ভুক্তভোগী রিয়াজ বলেন, বৃহস্পতিবার রাতে আমাকে স্থানীয় সন্ত্রাসী জাফর দেওয়ান, ছাত্রলীগ নেতা হাসিব দেওয়ান ও রুবেলসহ ৫/৬ জন দেশীয় অস্ত্র ঠেকিয়ে অপহরণ করে এওয়াজপুর দুই নম্বর স্কুল সংলগ্ন একটি পরিত্যক্ত দোকানে নিয়ে যায়। সেখানে সন্ত্রাসীরা আমাকে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এ সময় আমার সঙ্গে থাকা ২৩ হাজার টাকা নিয়ে যায়। আমার চাচা ইকবাল মুন্সিকে ফোন দিয়ে আরও ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
রসুলপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রাসেল ফরাজী বলেন, অপহরণ ও মুক্তিপণের খবর পেয়ে আমরা শশিভূষণ থানার ওসিকে অবগত করি। পরে থানা পুলিশ মোবাইল ট্র্যাকিং করে তাকে উদ্ধার করে। এ সময় হাসিবের লোকজন এসে আমাদের ৪টি মারসাইকেল আটকে রাখে।
শশিভূষণ থানার ওসি এনামুল হক বলেন, সংবাদ পেয়ে থানা পুলিশ রিয়াজকে উদ্ধার করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।