ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

বাংলাদেশের তাহযীব-তামাদ্দুনে রয়েছে ইসলাম: সরওয়ার উদ্দিন

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেছেন, বাংলাদেশের তাহযীব-তামাদ্দুনে রয়েছে ইসলাম। আমাদের জাতির পেছনে রয়েছে ইসলাম, আমাদের পতাকার পেছনে রয়েছে ইসলাম। ১৯৪৭ সালে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে এদেশ পৃথক হয়। যারা ইসলামকে বাদ দিয়ে এদেশের ভবিষ্যৎ চিন্তা করে তারা বোকার স্বর্গে বাস করছেন। শুক্রবার উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেছেন।
সরওয়ার সিদ্দিকী বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ব্যক্তির সততার মাধ্যমে সমাজ সৎ হয়, সমাজ সততার মাধ্যমে রাষ্ট্র সৎ হয়। সমাজ কোনো ব্যক্তিকে সৎ করতে পারে না, রাষ্ট্র কোনো ব্যক্তিকে সৎ করতে পারে না। বর্তমানে মূল্যবোধ সম্পন্ন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আপনারা সৎ, তাকওয়াবান হন তাহলে আল্লাহই আপনাদের হাতে দেশের শাসনভার তুলে দেবেন। আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। নাথেরপেটুয়ার কর্মীদের সারা দেশ নিয়ে ভাবার দরকার নেই। আপনাদের প্রতিটি কেন্দ্রে জামায়াতের প্রার্থীর জয় নিশ্চিত করুন। প্রত্যেক গ্রামে, প্রত্যেক বাড়িতে, প্রত্যেকটি ব্যক্তির কাছে জামায়াতের দাওয়াত পৌঁছে দিন। আল্লাহই আমাদের সুনিশ্চিত বিজয় দেবেন ইনশাআল্লাহ। তিনি বলেন, আমাদের দেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী গর্ব করে বলতেন তার পিয়ন চারশ’ কোটি টাকার মালিক। সে হেলিকপ্টারে যাতায়াত করে। এতেই বোঝা যায় ওনি কতো হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে লোপাট করেছেন। 
ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল গোফরান ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আরিফুল ইসলাম পরশের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- ঢাকা মহানগর জামায়াত নেতা হামিদুর রহমান সোহাগ, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদিন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ নুরুন্নবী, সেক্রেটারি মাওলানা সাহাবুদ্দিন হায়দার, সুপ্রিম কোর্টের আইনজীবী সাবেক ছাত্রনেতা এডভোকেট মুজাহিদুল ইসলাম, নাথেরপেটুয়া এলাকায় আওয়ামী লীগের হাতে নিহত আনোয়ার হোসেনের পিতা আবু তাহের। এ সময় অধ্যাপক সাইদুর রহমান, মাওলানা আবদুজ্জাহের, মাস্টার মফিজুর রহমান, সাইফুল বারী, ফয়েজুর রহমানসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে প্লাবন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

১০

মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা/ মোবাইল চোরকে সহযোগিতা করাই কাল হলো

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status