রাজনীতি
বিএনপি নেতা দুলালকে দল থেকে বহিষ্কার
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:০৯ অপরাহ্ন
দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলালকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলালকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এই আলালের ঘরের দুলালেরা বিএনপির শত্রু হয়ে দাঁড়িয়েছে। এরা সমাজের কিট, দেশের শত্রু, আওয়ামী লীগের বন্ধু। এদেরকে শুধু বহিষ্কার নয়, ধরে ধরে পুলিশের হাতে দিতে হবে। তাহলে দল ঝরেঝরে ও শক্তিশালী হবে।
শুধু দল থেকে বহিষ্কার করলেই হবে না। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।