ঢাকা, ১২ জুলাই ২০২৫, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

সুনামগঞ্জে উচ্ছেদ অভিযানে পুলিশ-ম্যাজিস্ট্রেটকে ধাওয়া

সুনামগঞ্জ প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার
mzamin

সুনামগঞ্জ পৌর শহরে উচ্ছেদ অভিযানের সময় ব্যবসায়ীরা ম্যাজিস্ট্রেট ও পুলিশকে ধাওয়া দিয়েছেন। সদর থানার ভেতরে ঢুকে নিজেদের রক্ষা করেন তারা। গতকাল শহরের আলফাত স্কয়ার ও ডাকঘরের সামনের সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, উচ্ছেদ কর্মীরা সড়কে থাকা সমসু মিয়ার ফলের দোকানের ত্রিপল ছিঁড়ে সরিয়ে জব্দ এবং দোকানের স্টিলের সাটার দা দিয়ে কোপ দিলে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ব্যবসায়ীরা অভিযানকারী দলকে ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে উচ্ছেদকারীরা দৌড়ে সদর মডেল থানার ভেতরে প্রবেশ করেন। ফল বিক্রেতা আবু বকর সিদ্দিক বলেন, অভিযানে ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং পৌরসভার লোকজন ছিলেন। পৌরসভার ছেলেদের হাতে দা ছিল। প্রথমে আমার দোকানের ত্রিপলটা দা দিয়ে কুপিয়ে কেটে নিয়ে যায়। আমরা আগামী কাল বিকাল ৫টা পর্যন্ত সময় চেয়েছিলাম। এরমধ্যে সরে যাবো। এরপরেও তিনি উচ্ছেদ করতে অর্ডার দিয়েছেন। পৌরসভার ছেলেরা আমার দোকানের সাটার দা দিয়ে কুপিয়ে কেটে ফেলে এবং আমার ছেলেকে দা দিয়ে পায়ে আঘাত করে। 
পৌরসভা এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মো. রৌশন আহমেদ, মো. এস এম ইয়াছিন আরাফাত, সোয়াদ ছাত্তার চৌধুরী প্রমুখ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল বলেন, শহরকে যানজট মুক্ত করতে সরকারি জমি থেকে অবৈধ দখলকারীদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে। অন্যান্য এলাকা উচ্ছেদ করে এসে আলফাত স্কয়ার ও ডাকঘরের সামনের সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ দখলকারীদের প্রতিরোধের মুখে পড়েন উচ্ছেদকারীরা। তাৎক্ষণিক ওখান থেকে প্রশাসনের লোকজন চলে আসলেও শহরকে যানজট মুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status