বাংলারজমিন
পাকুন্দিয়ায় প্রাইম হেল্থ মেডিকেল সেন্টার উদ্বোধন
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবারকিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাইম হেলথ মেডিকেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামের একটি ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে পৌরসদরের থানা সংলগ্ন সালাহ উদ্দিন সুপার মার্কেটের দ্বিতীয়তলায় এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান, থানার ওসি আসাদুজ্জামান টিটু, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, আতিকুর রহমান মাসুদ, হাবিবুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপি’র সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন, পৌরসভার কাউন্সিলর রাকিবুল আলম ছোটন, সিদ্দিক হোসেন রিপন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রাইম হেলথ মেডিকেল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জুয়েল। এ সময় প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ বিপুলসংখ্যক সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।