বাংলারজমিন
দাদির জন্য খাটিয়া আনতে গিয়ে প্রাণ গেল তিন যুবকের
নড়াইল প্রতিনিধি
(৩ সপ্তাহ আগে) ১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ১১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:২৭ অপরাহ্ন
নড়াইলের লোহাগড়ায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নড়াইল-ঢাকা মহাসড়কের লোহাগড়া উপজেলার মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তুহিন শেখ নামে আরো একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন, উপজেলার মাইটকুমড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা জামাল মোল্যার ছেলে রাসেল মোল্যা, রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস এবং একই উপজেলার কালনা গ্রামের হেমায়েত শেখের ছেলে শামীম শেখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল তার দাদির লাশ দাফনের জন্য চারজনকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী মসজিদ থেকে খাটিয়া আনতে যান। পরে খাটিয়া নিয়ে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাসেল, জিয়া ও শামীম। গুরুতর আহত হন তুহিন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অতীততেও এই ধরনের ঘটনা অনেক হইয়াছে। কিন্তু দুঃখের বিষয় সঠিক বিচার ও তদন্ত হয় না। এই কারণে অপরাধীরা পার হইয়া যায়। এমনকি চালকরা গাড়ি চালনোর সময় সিগারেট খায় এবং ঘুমিয়ে ২ গাড়ি চালাই। এবং অনেক চালক নিশা করে গাড়ি চালাই। না হয় খাটিয়া নিয়ে পার হওয়ার সময় তিন জন লোক শহীদ হইয়া যায়। হৃদয় বিধারক ঘটনা। হে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণা মাফ করে বেহেশত নসীব করুন আমিন।
অতীততে ও এই ধরনের ঘটনা এবং এক্সিডেন্ট অনেক হইয়াছে। কিন্তু দুঃখের বিষয় সঠিক বিচার ও তদন্ত হয় না। এই কারণে অপরাধীরা পার হইয়া যায়। এমনকি চালকরা গাড়ি চালনোর সময় সিগারেট খায় এবং ঘুমিয়ে ২ গাড়ি চালাই। এবং অনেক চালক নিশা করে গাড়ি চালাই। না হয় খাটিয়া নিয়ে পার হওয়ার সময় তিন জন লোক শহীদ হইয়া যায়। হৃদয় বিধারক ঘটনা। হে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণা মাফ করে বেহেশত নসীব করুন আমিন।
ও আল্লাহ একি করলে তুমি । দাদির জন্য খাটিয়া আনতে গিয়ে তারাই খাটিয়ায় চড়ে কবরে যেতে হচ্ছে । বড়ই হৃদয় বিদারক। । ঘাতক ট্রাক চালক কি ধরা পড়ল ?