অনলাইন
খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:০২ অপরাহ্ন
খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে নগরীর বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন-রাব্বি, আশরাফুল ও মামুন।
সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, ‘নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত হন। তাদের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
Safety First. এই নীতি বাংলাদেশে মানে না কেউ। ঠিকাদার তার শ্রমিকদের এই নিয়ম মানার শিক্ষা দেওয়া ও এই ব্যবস্থা করা একান্ত দরকার।