রাজনীতি
আমান আযমীর বক্তব্য তার ব্যক্তিগত: জামায়াত
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন
সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীর জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নন বলে জানিয়েছে দলটি। পাশাপাশি দলটি বলছে, জামায়াতে ইসলামীর সঙ্গে আমান আযমীর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তিনি জামায়াতের প্রতিনিধিত্ব করেন না। সুতরাং তিনি যে বক্তব্য রেখেছেন, তা তার একান্ত ব্যক্তিগত। রোববার এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। ‘সম্প্রতি জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত আব্দুল্লাহিল আমান আযমীর বক্তব্যের (জাতীয় সংগীত পরিবর্তন) কথা উল্লেখ করে’ এ বিবৃতি দেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, অতি সম্প্রতি সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীর বক্তব্য নিয়ে কতিপয় জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে আমাদের বক্তব্য হল আব্দুল্লাহিল আমান আযমী জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নন। জামায়াতের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তিনি জামায়াতের প্রতিনিধিত্ব করেন না। তিনি যে বক্তব্য রেখেছেন, তা তার একান্ত ব্যক্তিগত। সুতরাং তার বক্তব্যকে জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট করার কোনো সুযোগ নেই। তার বক্তব্যকে কেন্দ্র করে জামায়াতের সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
শকুনির দল শেন দৃষ্টিতে তাকিয়ে আছে আন্দোলনের ফসল নষ্ট করার জন্য। এ সকল অনুচিত, অপ্রয়োজনীয় আলাপের মানে একটাই, ঐ সকল শকুনিদের সুযোগ করে দেয়া।
কিছু মানুষ আমান আজমীর বক্তব্য নিয়ে জল ঘোলা করতে চায়।
জনাব আজমী সাহেব জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আজম সাহেবের সন্তান বলেই তিনি অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। সুতরাং আজমী সাহেব এখন জামায়াতের রাজনীতির সাথে সরাসরি জড়িত নন ঠিকই, কিন্তু আলাদা করে দেখাও যাচ্ছে না বলেই অনেকের কাছে প্রতীয়মান হতে পারে ! তাছাড়া জামায়াত সমর্থক কেউ কেউ নতুন জাতীয় সঙ্গীত বাজারে ছেড়েছেন। এই ধরণের স্পর্শকাতর বিষয় এখন জনসমক্ষে প্রকাশ অনভিপ্রেত মনে হতে পারে!
আজমি নিজেও বলেছেন তিনি কোন দল করেন না। তিনি জামাত করেন কি-না এমন প্র্শ্নের জবাবেও তিনি একই কথা বলেছেন। সুতরাং তার বক্তব্যকে জামাতের বলে যারা প্রচারের মতলব আটে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়।