বাংলারজমিন
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র সমাবেশে হারুন
যারা ১৬ বছর ধরে গুম, খুন করেছে মানুষ তাদের ক্ষমা করবে না
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবারআওয়ামী লীগ সরকারের পতনের পর চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক পৌর পার্কে শনিবার সমাবেশ করেছে বিএনপি। দেড় দশক পর এবার সমাবেশে নেতাকর্মীদের চোখেমুখে মুক্ত বাতাসে শ্বাস নেয়ার স্বাদ। দীর্ঘদিন পর বাধাহীন এই রাজনৈতিক কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। বিকাল ৪টার পর থেকে পৌরপার্কে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিকাল ৫টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পৌর পার্ক। নীমতলা মোড় থেকে পুরাতন বাজার ও এর আশপাশের এলাকা নেতাকর্মীদের পদচারণায় জনসমুদ্রে পরিণত হয়। বিএনপি’র এ সমাবেশে এবার ভিন্নচিত্র ছিল। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এ সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম, পৌর বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, রাণীহাটি ইউপি চেয়ারম্যান মো. রহমত আলী, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিউল ইসলাম সোহেলের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের যে সূচনা হয়েছে, নতুন গণতন্ত্রের যে সূচনা হয়েছে তা আমরা কোনোভাবে নষ্ট হতে দেবো না। বিএনপি জনমানুষের দল কোনো ষড়যন্ত্রের কাছে মাথানত করবে না।
স্বৈরাচারী হাসিনার পতন ঘটাতে যারা অকাতরে জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করে হারুনুর রশীদ বলেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে একজন সম্মানিত ব্যক্তি। এদেশের ছাত্র-জনতা তাকে সমর্থন দিয়েছেন, বিএনপি তাকে সমর্থন দিয়েছে, এদেশের সাধারণ মানুষ তাকে সমর্থন দিয়েছে। আমরা চাই রাষ্ট্র কাঠামোগুলো সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন।
জামায়াতে ইসলামীর আমীরের সাধারণ ক্ষমার সমালোচনা করে হারুনুর রশীদ বলেন, এখনো রক্তের দাগ শুকায়নি। এতো দ্রুত স্বৈরাচারী খুনি হাসিনার দোসরদের ক্ষমা করে দেয়ার দায়িত্ব আপনাদের (জামায়াতে ইসলামী) কে দিয়েছে?। যারা ১৬ বছর ধরে গুম-খুন বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে, দেশের সম্পদ লুট করেছে এদেশের মানুষ তাদের ক্ষমা করবে না।