অনলাইন
শাহবাগ থেকে ডম্বুর বাঁধ অভিমুখে ‘লং মার্চ’
স্টাফ রিপোর্টার
(৪ সপ্তাহ আগে) ৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৪৬ অপরাহ্ন
বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে ‘লং মার্চ’ কর্মসূচি শুরু হয়েছে। ‘ইনকিলাব মঞ্চ’ এর উদ্যোগে শুক্রবার রাজধানীর শাহবাগ থেকে ১০টি ট্রাকে রওনা দেয় ছাত্র-জনতা।
এর আগে লং মার্চে যোগ দিতে সকাল থেকে শাহবাগে বহু শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ জড়ো হন। হাতে ও মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং ব্যানার নিয়ে সেখানে জড়ো হন তারা। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্রাকযোগে ডম্বুর বাঁধ অভিমুখে লংমার্চ শুরু করে ইনকিলাব মঞ্চ।
এ সময় তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘এই গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘ইনকিলাব ইনকিলাব’, ‘খুনি ভারতের নদীর বাঁধ, বাংলাদেশের মরণ ফাঁদ’, ‘পদ্মা-তিস্তা-আবরার, যুদ্ধে ডাকে বারবার’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
জানা যায়, এই লং মার্চ প্রথমে রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তায় পথসভা করবে। পরে দুপুর ২টায় কুমিল্লার চান্দিনায় একটি পথসভা করবে। এরপর বিকাল ৪টায় কুমিল্লার টাউন হলে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে পদযাত্রা নিয়ে বিবির বাজার পৌঁছাবে মার্চটি।
ইনকিলাব মঞ্চ একটি সাংস্কৃতিক সংগঠন বলে জানান এর উদ্যোক্তারা। সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে ফ্যাসিবাদকে রুখে দিতে ২০২৪ সালের ৬ আগস্ট এই সংগঠন প্রতিষ্ঠা করা হয় বলে জানান তারা। এর উদ্যোক্তরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ও বর্তমান একদল শিক্ষার্থী। সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী। গত বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন লংমার্চের রুটগুলো তুলে ধরে ইনকিলাব মঞ্চ।
Good job. Chatro janata ek sathy , Sara bangla tomader sathy.
আশা করি এই লংমার্চে সারা বাংলাদেশের জনগণ একমত পোষণ করিবেন । এবং অন্ত বতী সরকারকে সহায়তা দিবেন । <ধন্যবাদ >
আলহামদুলিল্লাহ খুবই প্রশংসনীয় উদ্যোগ। আমরা অবশ্যই এর সাথে আছি ইনশাআল্লাহ।
সময় উপযোগী দাবি। এরকম লংমার্চ আরো আগেই করা উচিত ছিলো। সাধুবাদ জানাই।
লং মার্চের সাফল্য কামনা করি। বাংলাদেশ জিন্দাবাদ।