অনলাইন
রাজধানীতে বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০৩ অপরাহ্ন
রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে জুরাইন পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ওই বৃদ্ধার নাম জোসনা বেগম (৭০)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই বৃদ্ধা মুন্সীগঞ্জের শ্রীনগর থানার কলাপাড়া গ্রামের মিলন বেপারীর স্ত্রী। তিনি যাত্রাবাড়ীতে ছেলের সঙ্গে থাকতেন।
নিহতের ছেলে পলাশ ব্যাপারী বলেন, ‘আমার মা আমার ছোট ছেলেকে নিয়ে হাসনাবাদে ভাগ্নির বাসায় বেড়াতে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস মাকে ধাক্কা দিলে পড়ে যান। পরে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পথচারীরা মাকে পাশের একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে’।