রাজনীতি
চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির ৩ নেতার পদ স্থগিত, মুন্সিগঞ্জে দুই নেতা বহিষ্কার
স্টাফ রিপোর্টার
(৫ মাস আগে) ২ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন
চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির ৩ নেতার পদ স্থগিত এবং মুন্সিগঞ্জ জেলাধীন লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক পৃথক বিবৃতি এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, ১ম যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক এনাম ও আহ্বায়ক কমিটির সদস্য এস এম মামুন মিয়ার প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
ওদিকে সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলাধীন লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কাউছার তালুকদার এবং একই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনিকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
পাঠকের মতামত
Good job.
Right decision.
Right decision.
ধন্যবাদ বি এন পি র হাইকমান্ডকে ধান্দাবাজ আর চাঁদাবাজদের বিরুদ্ধে তড়িৎ একশান নেওয়ার জন্য ! দু একজনের জন্য দলকে বিতর্কিত না করে জনগণের আস্তা অর্জন করতে হবে !
Massage is clear and loud from the BNP high command for every committee members.
চট্টগ্রামের বিএনপির ঐ তিন নেতা সহ আরো এক নেতা আছেন যার নাম গোলাম আকবর খন্দকার তদন্তে সাপেক্ষে যদি দোষী প্রমাণিত হউন যে তারা আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ মেইনটেইন করে চলে তাহলে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হউক।
Kawranbazar Chada bazi k korche