খেলা
সাকিবের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন, কি বললেন শিশির?
স্পোর্টস ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১৫ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন
গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই সমালোচনার কেন্দ্রবিন্দু সাকিব আল হাসান। এরপর গত মাসে ছাত্রদের আন্দলোনে চুপ থাকাতেও রোষানলে পড়েন তিনি। কয়েকদিন আগে বিলুপ্ত হওয়া সংসদের সদস্য ছিলেন সাকিব। তবে এবার ভিন্ন কারণে আবারও আলোচনায় এই অলরাউন্ডার।
গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েকটি ক্লিপ। যেখানে সাকিবে সঙ্গে দেখা যায় সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কন্যা ও বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালকে।
রাতভর এটা নিয়ে চলেছে নানা সমালোচনা। এছাড়া অজানা এক নারী টিকটকে এক ভিডিওতে দাবি করেন, সাকিব ঢাকার একটি হোটেলে প্রায়ই ভিন্ন নারীদের নিয়ে রুম ভাড়া নিতেন। এতে আলোচনা-সমালোচনা আরও বেড়ে যায়। এর কিছুক্ষণ পরই দেখা যায় সাকিবের স্ত্রী উম্মে আহম্মেদ শিশিরের ফেসবুক প্রোফাইলে সব ছবি উধাও। ইনস্টাগ্রামেও একে অপরকে আনফলো করেছেন। এতে স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে সাকিবের বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও চাউর হয়।
তবে সকালে সাকিবপত্নী লিখেছেন দীর্ঘ এক স্ট্যাটাস।
নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে শিশির বলেন, ‘আমি তার বাইরে ঘোরাফেরা নিয়ে সবসময়ই জানি আর বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকি। ১৩ বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছিলে, সে এখনও সেই একই মানুষ আছে। জীবনসঙ্গী হিসেবে সে ১০০ তে ১০০ পাওয়ার মতোই। আর আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটি পরিবার আছে। যারাই এমন করছেন, তাদের প্রতি আমি বলতে চাই এসব করে আপনি কিছুই অর্জন করতে পারবেন না।’
শিশির আরও বলেন, ‘আমি চুপ থাকতে চাই কারণ সত্যটা আমার ভেতরেই আছে। কিন্তু কিছু অপ্রয়োজনীয় ফোনকল এবং মেসেজের কারণে আমি বিষয়টা পরিষ্কার করতে চেয়েছি। তার এখন পাকিস্তান সিরিজে নজর দেয়ার সময় আর আমি আমার পরিবারের দিকে নজর দেবো। আমরা সবসময়ই টিম হয়ে ছিলাম, আর তেমনই থাকব ইন শা আল্লাহ।’
ছবি মুছে দেয়ার কারণ ব্যাখায় শিশির বলেন, ‘আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলেট করিনি। কেবল তা প্রাউভেট করে রেখেছি। আর ছবি বা পোস্ট কখনো কোনো সম্পর্ককে বিচার করতে পারে না।’
লোভী সাকিব
মানুষ হিসেবে তাকে অনেক ক্ষেত্রেই অমানুষ, বিবেকহীন, লোভী, জুয়ারি বলা যেতে পারে... তা না হলে কী করে ছাত্র জনতার গণঅভ্যুত্থান আন্দোলনে নীরব ভূমিকা পালন করে?
স্বামী যেমনই হোক তার পাশে থাকা একজন স্ত্রীর কর্তব্য। শিশির যেমন মেয়েই হোক স্ত্রী হিসেবে সে একজন পতিভক্ত উত্তম স্ত্রীই বটে!
যে খুনি স্বৈরাচারের অনুসারী, মানবতাবিরোধী অপরাধীদের নিজের আইডল মনে করে, সে কখনোই মানুষ হতে পারে না। তার থেকে বনের হিংস্র পশু অনেক ভালো।
সাকিব তোমাকে তুলে এনেছিল লন্ডনের এক নাইট ক্লাব থেকে। সেই লন্ডনের নাইট ক্লাবের ছবি দেখেই তোমার সাথে পরিচয় আমাদের দেশবাসীর। তুমি তো ওর পাশে থাকবেই। তার সকল কুকান্ডে তুমিও জড়িত এটি নির্দীধায় বলা যায়। তোমার ছেলে মেয়ে বড় হয়ে জানবে , তার বাবা চোর।
মানুষ হিসেবে তাকে অনেক ক্ষেত্রেই অমানুষ, বিবেকহীন, লোভী, জুয়ারি বলা যেতে পারে... তা না হলে কী করে ছাত্র জনতার গণঅভ্যুত্থান আন্দোলনে নীরব ভূমিকা পালন করে?
অবৈধ সব টাকা আমেরিকায় বৌ এর নামে আছে.... টাকাগুলো বাচানোর জন্যই এ নাটক।
চোর - বাটপারকে যে সাপোর্ট, সেওতো বাটপারই হবে- তাই না?
স্বামী হিসেবে আপনার কাছে ১০০ তে ১০০০ হতে পারে কিন্তু মানুষ হিসেবে আসলে অমানুষ ও বিবেক হীন এবং প্রচন্ড লোভী প্রকৃতির, জুয়ারি।