রাজনীতি
হত্যা ও নির্যাতনে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি হেফাজতের
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১৪ আগস্ট ২০২৪, বুধবার, ৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২০ পূর্বাহ্ন
আলেমদের ওপর হত্যাযজ্ঞ ও নির্যাতনে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। বুধবার এক বিবৃতিতে তারা এ দাবি জানান।
নেতৃদ্বয় বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের জোর দাবি, স্বৈরাচার হাসিনার শাসনামলে আলেমদের ওপর যারা হত্যাকাণ্ড চালিয়েছিল এবং যারা প্রতিবাদী আলেমদের মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে অবর্ণনীয় নির্যাতন করেছে, তাদের প্রত্যেককে অতিসত্বর গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। গণহত্যাকারী ও ফ্যাসিস্ট হাসিনার হত্যাকাণ্ড ও জুলুম-নির্যাতনকে যেসব বুদ্ধিজীবী ও অনলাইন এক্টিভিস্ট সমর্থন জুগিয়েছিল, তাদেরকেও প্রমাণ সাপেক্ষে বিচারের মুখোমুখি করতে হবে।
তারা বলেন, এতো বছর আমাদের ওপর খুনি হাসিনার সরকার ভয়াবহ রাষ্ট্রীয় নির্যাতন ও দমন-পীড়ন জারি রেখেছিলো। আলেমদের মধ্যে ষড়যন্ত্রমূলক বিভক্তি তৈরি করে, বলপূর্বক মাদ্রাসা বন্ধের হুমকি দিয়ে এবং নানাভাবে আলেমদের সম্মানহানি করে তাদের দমিয়ে রাখার সবরকম চেষ্টাই তারা করেছিল। কিন্তু খুনি ফ্যাসিস্ট জালিমদের শেষ রক্ষা হয়নি। নজিরবিহীন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের পতন ঘটল। আমরা সকল শহীদকে স্মরণপূর্বক তাদের রূহের মাগফিরাত কামনা করছি।
আপনারা মামলা করুন শতশত আলেম ওলামাদের খুনি হাছিনা যারা হত্যার শিকার হয়েছে যারা গুম মিথ্যা মামলায় রিমান্ডে নিয়ে অত্যাচার করেছে তাদের বিচার হওয়ার দরকার