বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কোটা সংস্কার আন্দোলন থেকে একদফার আন্দোলন পর্যন্ত সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় কয়েকশ’ ছাত্র-জনতা নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার। ঠিক কতো মানুষ নিহত হয়েছেন তার হিসাব এখনো মিলেনি। আহতদেরও সঠিক পরিসংখ্যান মিলেনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে। তাদের তৈরি করা আহতদের তালিকার আংশিক প্রকাশ করা হয়েছে।
১। জুম্মান, চাষাঢ়া (নারায়ণগঞ্জ), আশঙ্কাজনক ২। মোহাম্মদ আরিফুল ইসলাম, পাবনা গোলচত্বর, চিকিৎসা চলমান ৩। মো. সিহাব উদ্দিন, কুটিচর, সলংগা, সিরাজগঞ্জ, চিকিৎসা চলমান ৪। আবদুল্লাহ, মুরাদপুর, মোটামুটি সুস্থ ৫।
সীমান্ত, মাদারীপুর, নতুন বাসস্ট্যান্ড, চিকিৎসা চলমান ৬। জেবিন আক্তার মিম, উত্তরা, মোটামুটি সুস্থ ৭। মো. ওয়াদুদ মোরশেদ, মুরাদপুর, চট্টগ্রাম, চিকিৎসা চলমান ৮। সাইফুদ্দিন, কামরাঙ্গীর চর, চিকিৎসা চলমান ৯। আকরাম, চট্টগ্রাম তিনপোলের মাতা পাতা, চিকিৎসা চলমান ১০। সালমান এম রহমান, বিজয় চত্বর (সাবেক মির্জা আজম চত্বর), সুস্থ ১১। শাওন, মহিপাল, চিকিৎসা চলমান ১২। অপি মিয়া, সাভার বাইপাইল, আশঙ্কাজনক ১৩। মো. জাকির খান, খুলনা জিরো ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের মহাসড়কে, মোটামুটি সুস্থ ১৪। আহসান আহমেদ, সিলেট, চিকিৎসা চলমান ১৫। নবীর হুসেন হৃদয়, হবিগঞ্জ কলা পাতা, রেস্টুরেন্টের সামনে, চিকিৎসা চলমান ১৬। দুলাল, রামপুরা, চিকিৎসা চলমান ১৭। মো. পিয়াল হাসান, সফিপুর, কালিয়াকৈর, গাজীপুর, চিকিৎসা চলমান ১৮। জিসান, টিএসসি, চিকিৎসা চলমান ১৯। আব্দুর রহমান হুজায়েফা, গগন বাবু রো, কাস্টম ঘাট, খুলনা, চিকিৎসা, ২০। শাফায়েত আহমেদ আনিক, যাত্রাবাড়ী, চিকিৎসা চলমান ২১। আহমেদ সালেহ, সিলেট, চিকিৎসা চলমান ২২। আমিনুল ইসলাম, নয়া সড়ক, সিলেট, মোটামুটি সুস্থ ২৩। জুনায়েদ ইসলাম রাতুল, বগুড়া, চিকিৎসা চলমান ২৪। রবিউজ্জামান হাসান, চৌহাটা, মোটামুটি সুস্থ ২৫। মো. ইব্রাহিম মিয়া, কুমিল্লা, কান্দির পাড়া, মোটামুটি সুস্থ ২৬। রিয়াদুর রহমান, আমিরাবাদ, চিকিৎসা চলমান ২৭ রবিউজ্জামান, সিলেট, মোটামুটি সুস্থ, ২৮। আবুল হাসনাত, নিউ মার্কেট, চট্টগ্রাম, চিকিৎসা চলমান ২৯। শফিকুল ইসলাম রায়হান, বরিশাল, মোটামুটি সুস্থ ৩০। মো. অনিক, সফিপুর, গাজীপুর ৩১। ইকরামুল হক সাজিদ, মিরপুর, আশঙ্কাজনক ৩২। মো. মহসিন আলম, সলঙ্গা, চিকিৎসা চলমান ৩৩। মো. হিরা, সলঙ্গা, সিরাজগঞ্জ, চিকিৎসা চলমান ৩৪। মো. রাকিুবুল ইসলাম, সাভার, জাহাঙ্গীরনগর ডেইরি গেট, চিকিৎসা চলমান ৩৫। সাদাত রহমান, সায়েন্স ল্যাবরেটরি, চিকিৎসা চলমান ৩৬। ইমাম হোসাইন, বিশ্বম্ভপুর উপজেলা পয়েন্ট, সুনামগঞ্জ, সিলেট মোটামুটি সুস্থ ৩৭। মো. মুরাদ হোসাইন, কাওরান বাজার (বসুন্ধরা শপিং মলের পাশে), চিকিৎসা চলমান ৩৮। মো. মাহফুজ, থানার সামনে, চিকিৎসা চলমান ৩৯। মো. রাকিব, গৌরাঙ্গা বাজার মোড়, কিশোরগঞ্জ সদর, চিকিৎসা চলমান ৪০। আব্দুর রহমান হুজাইফা, খুলনা, কাস্টম ঘাট, চিকিৎসা চলমান ৪১। মো. আরিফুল ইসলাম, চাম্বল বাজার, বাঁশখালী চট্টগ্রাম, আশঙ্কাজনক ৪২। আবু তাহের, ধানমণ্ডি, চিকিৎসা চলমান ৪৩। একেএম মুনতাসির মুস্তাকিন প্রিজম, বাংলামোটর, ঢাকা, চিকিৎসা চলমান ৪৪। মো. ফেরদৌস ইসলাম, যাত্রাবাড়ী, চিকিৎসা চলমান ৪৫। মো. তামিম হোসেন, বাংলাদেশ পিলখানা, চিকিৎসা চলমান ৪৬। মোহাম্মদ মিরাজ, ডাউনহাট, চট্টগ্রাম, চিকিৎসা চলমান ৪৭। সানজিদ আহমেদ, বগুড়া, চিকিৎসা চলমান ৪৮। সিয়াম আহমেদ, বালিজুড়ি বাজার, মাদারগঞ্জ, জামালপুর, চিকিৎসা চলমান ৪৯। মাহবুবুর রহমান, কবিরহাট কলেজ গেট, নোয়াখালী, মোটামুটি সুস্থ ৫০। মো. আল-আমিন, কেওঢালা, মদনপুর, বন্দর, নারায়ণগঞ্জ, চিকিৎসা চলমান ৫১। মো. দেলোয়ার হোসেন, তিতাস, কুমিল্লা, মোটামুটি সুস্থ ৫২। হাসান আলী, নীলফামারী ডিসির মোড়, চিকিৎসা চলমান ৫৩। আবু নাছিম মোহাম্মদ ওবায়েদুল্লাহ, ফেনী (মহিপাল), চিকিৎসা চলমান ৫৪। আব্দুল মজিদ শেরপুর, বগুড়া, চিকিৎসা চলমান ৫৫। ওয়াসিবুর রহমান ইশাত, জকসিন, ডাকের বাড়ি, চিকিৎসা চলমান ৫৬। মাহাদি হাসান, লক্ষ্মীপুর, চিকিৎসা চলমান ৫৭। মাহিন হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কোটবাড়ি বিশ্বরোড), চিকিৎসা চলমান ৫৮। মো. ওসমান আহমেদ, নয়াসড়ক পয়েন্ট, সিলেট, চিকিৎসা চলমান ৫৯। মো. নূর হোসেন, মহিপাল ফ্লাইওভারের নিচে, চিকিৎসা চলমান ৬০। মো. মারুফ হোসেন, ভাঙ্গা ব্রিজ, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি, চিকিৎসা চলমান ৬১। মো. রাকিব হাসান চৌধুরী প্রথম, দিনাজপুর জজ কোর্টের সামনে, চিকিৎসা চলমান ৬২। মো. হাবিব, উত্তরা দক্ষিণ খান বাজার, চিকিৎসা চলমান ৬৩। মো. রিয়াজ, ঝিগাতলা, ঢাকা, আশঙ্কাজনক ৬৪। মো. আবু সাঈদ, চৌরাস্তা, ঠাকুরগাঁও, চিকিৎসা চলমান ৬৫। মো. জহুরুল ইসলাম, শাহবাগ, চিকিৎসা চলমান ৬৬। মো. ফারুক ইসলাম, ঢাকা, চিকিৎসা চলমান ৬৭। মো. শহিদুল ইসলাম, মিরপুর ১০, আশঙ্কাজনক ৬৮। মোহাম্মদ রুবেল হোসাইন, চট্টগ্রাম নিউমার্কেট এলাকা, আশঙ্কাজনক ৬৯। রিপন মিয়া, সুনামগঞ্জ, আশঙ্কাজনক ৭০। তৌহিদুল ইসলাম সৌরভ, রামপুরা, চিকিৎসা চলমান ৭১। মো. বেলাল হোসেন রাব্বি, বাংলা মোটর, আশঙ্কাজনক ৭২। আবু রায়হান, কিশোরগঞ্জ সদর, আশঙ্কাজনক ৭৩। ইকরামুল হক সাজিদ, মিরপুর-১০, আশঙ্কাজনক ৭৪। শিহাব হোসাইন, ফরিদপুর জনতা ব্যাংক মোড়, চিকিৎসা চলমান ৭৫। আবু তাহের, গোলাপগঞ্জ, চিকিৎসা চলমান ৭৬। বশির আহমদ, নাইওরপুর, সিলেট, চিকিৎসা চলমান ৭৭। মো. রুহুল আমিন, কুড়িগ্রাম শাপলা চত্বর, চিকিৎসা চলমান ৭৮। মো. শাকিল শামস, খাগড়াছড়ি সদর, চিকিৎসা চলমান ৭৯। রাহাত, বগুড়া সাতমাথা, আশঙ্কাজনক ৮০। মো. উজ্জ্বল হোসেন প্রবাসী, বগুড়া, চিকিৎসা চলমান, ৮১। সাব্বির, কাওরান বাজার, চিকিৎসা চলমান ৮২। মো. আতিকুজ্জামান মিরাজ, এ টিম মাঠ, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, চিকিৎসা চলমান ৮৩। এস এম ফাহমিদ রহমান অর্পণ, মিরপুর ১০, চিকিৎসা চলমান ৮৪। নাছির উদ্দিন মিরাজ, চট্টগ্রাম নিউ মার্কেট, চিকিৎসা চলমান ৮৫। মুস্তাফিজুর রহমান নিয়াজ, সিলেট, আশঙ্কাজনক ৮৬। আজমল আহমদ, ঢাকা দক্ষিণ, গোলাপগঞ্জ, সিলেট, চিকিৎসা চলমান ৮৭। নাঈম শিকদার, বাবু খান রোড, সদর থানা, খুলনা, চিকিৎসা চলমান ৮৮। মো. তুষার, মানিকদী বাজার, চিকিৎসা চলমান ৮৯। মো. সেরাজুল ইসলাম, এনায়েতপুর থানা, সিরাজগঞ্জ, চিকিৎসা চলমান, ৯০। মো. আবু হোজায়ফা, দুপচাঁচিয়া, বগুড়া, চিকিৎসা চলমান ৯১। মো. বাবুল হোসেন, আনসার একাডেমির সামনে, গাজীপুর, চিকিৎসা চলমান ৯২। মো. রায়হান, বাজিতপুর, কিশোরগঞ্জ, মোটামুটি সুস্থ ৯৩। সানজিদ আহমেদ, ইসলামিক হাসপাতাল রোড, আশঙ্কাজনক, ৯৪। সৈয়দ মোস্তফা জামান রাফি, বন্দর, ওসমানী শিশুপার্ক, সিলেট, চিকিৎসা চলমান ৯৫। অজ্ঞাত, বগুড়া সাত মাথা, চিকিৎসা চলমান, ৯৬। আব্দুল হাই লাভলু, চাঁদপুর বাসস্ট্যান্ড, চিকিৎসা চলমান ৯৭। মো. বাদশা হোসেন, মিরপুর-২, চিকিৎসা চলমান ৯৮। মো. মেহেদি হাসান, মেরুল বাড্ডা, চিকিৎসা চলমান, ৯৯। আব্দুজ জাহের অন্তর, লক্ষ্মীপুর, আশঙ্কাজনক, ১০০। আবদুর রহমান, যাত্রাবাড়ী, আশঙ্কাজনক, ১০১। মো. জামিল হোসেন, মিরপুর, চিকিৎসা চলমান ১০২। সজিব, নওগাঁ মুক্তির মোড়, চিকিৎসা চলমান ১০৩। সাব্বির, দেবিদ্বার, কুমিল্লা, চিকিৎসা চলমান, ১০৩। অপি, সাভার, আশঙ্কাজনক, ১০৪। মোহাম্মদ আল-আমিন শেখ, পলাশবাড়ী, বাইপেল, নবীনগর, চিকিৎসা চলমান ১০৫। মো. আব্দুর রহিম মিয়া, গাজীপুর, সফিপুর, আনসার একাডেমি, আশঙ্কাজনক, ১০৬। মো. শহিদুল ইসলাম সানি, সাভার বাসস্ট্যান্ড, চিকিৎসা চলমান ১০৭। সিফায়েত চৌধুরী, সাভার, আশঙ্কাজনক, ১০৮। গাউছুল আজম রাফি, থানার মোড়, কুষ্টিয়া, চিকিৎসা চলমান ১০৯। আতিকুল রহমান, জীবন, দিলালপুর, কিশোরগঞ্জ, আশঙ্কাজনক ১১০। আল-আমীন, আনসার একাডেমি, চিকিৎসা চলমান ১১১। কাজী রামুল ইসলাম, যাত্রাবাড়ী, চিকিৎসা চলমান ১১২। ফরহাদ উল্লাহ মিশু, যাত্রাবাড়ী, শনির আখড়া, চিকিৎসা চলমান ১১৩। বুলবুল, কয়রা, খুলনা, চিকিৎসা চলমান ১১৪। মাসুম বিল্লাহ, কয়রা, খুলনা ১১৫। মুহাম্মদ মানিক হোসেন, কেরানীগঞ্জ ঢাকা, চিকিৎসা চলমান ১১৬। মো. হিমেল, কাকরাইল আইডি ভবনের সামনে, চিকিৎসা চলমান ১১৭। মো. মিরাজ দেওয়ান, শাহবাগ, কেরানীগঞ্জ, ঢাকা চিকিৎসা চলমান ১১৮। মো. সোহাগ রানা, সফিপুর আনসার একাডেমি, চিকিৎসা চলমান ১১৯। মো. নাহিদুর রহমান (নাহিদ), রামপুর পাটোয়ারীবাড়ী ফেনী, চিকিৎসা চলমান ১২০। মো. শহিদুল ইসলাম সানি, সাভার বাসস্ট্যান্ড এলাকা, চিকিৎসা চলমান ১২১। সিনান ইব্নে হাকিম, হাটহাজারী, চট্টগ্রাম, চিকিৎসা চলমান ১২২। হামদে রাব্বি আকরাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয় মেরুল বাড্ডা, চিকিৎসা চলমান ১২৩। আবদুল্লাহ আল মামুন, তেজগাঁও, চিকিৎসা চলমান ১২৪। আব্দুল ছামাদ, কুমিল্লা দেবিদ্বার, চিকিৎসা চলমান ১২৫। তাহসীন ইসলাম, বাজার রোড, সাভার, চিকিৎসা চলমান ১২৬ নাঈমুল ইসলাম সিয়াম, অধরচন্দ্র, চিকিৎসা চলমান ১২৭। মো. শাকিল যাত্রাবাড়ী ফ্লাইওভার, চিকিৎসা চলমান ১২৮। মাসুম, সাভার বাসস্ট্যান্ড, চিকিৎসা চলমান ১২৯। সালমান, রামপুরা ঢাকা চিকিৎসা চলমান ১৩০। জাবেদ, যাত্রাবাড়ী, চিকিৎসা চলমান ১৩১। মো. তারেক রহমান, সাতমাথা, বগুড়া, চিকিৎসা চলমান ১৩২। সুমন মণ্ডল, মিরপুর-১০, চিকিৎসা চলমান ১৩৩। মো. বাদশা হোসেন নয়ন, ঢাকা মিরপুর আশঙ্কাজনক ১৩৪। আল-আমিন, যাত্রাবাড়ী, আশঙ্কাজনক ১৩৫। আশিকুর রহমান, সাভার ক্যান্টনমেন্ট, মোটামুটি সুস্থ ১৩৬। কামরুল ইসলাম, সোনাপুর, চিকিৎসা চলমান ১৩৭। মাহমুদ হাসান, কোতোয়ালি থানা, সিলেট, আশঙ্কাজনক, ১৩৮। মেহেরাব হোসেন, আশুলিয়া থানা চিকিৎসা চলমান ১৩৯। মোস্তফা শাকিল, আশুলিয়া, চিকিৎসা চলমান ১৪০। মোহাম্মদ আলী, যাত্রাবাড়ী, চিকিৎসা চলমান ১৪১। সাইফুদ্দিন মুহাম্মদ এমদাদ, চট্টগ্রাম ওয়াসা মোড়, আশঙ্কাজনক ১৪২। মো. জিসান মাহমুদ, কুষ্টিয়া থানা মোড়, আশঙ্কাজনক ১৪৩। আতিকুর রহমান জীবন, বাজিতপুর, কিশোরগঞ্জ, আশঙ্কাজনক ১৪৪। মো. নাহিদ হাসান, সাতক্ষীরা এসপি বাংলোর সামনে, চিকিৎসা চলমান ১৪৫। আহমেদ নাঈম, আলেকহারচর বিশ্বরোড, কুমিল্লা, চিকিৎসা চলমান ১৪৬। মঞ্জুরুল করিম ইকবাল, বড়লেখা মুড়াইল, চিকিৎসা চলমান ১৪৭। মনা, হাটহাজারী, চিকিৎসা চলমান ১৪৮। রাহাত খান, নারায়ণগঞ্জ, চিকিৎসা চলমান ১৪৯। রাব্বি, ঢাকা বিশ্ববিদ্যালয়, চিকিৎসা চলমান ১৫০। রাকিবুল হাসান রাজ, ভিসি চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়, মোটামুটি সুস্থ ১৫১। মাহমুদুল হাসান রায়হান, ভিসি চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়, মোটামুটি সুস্থ ১৫২। রাকিব হাসান, হালপাড়া মল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়, মোটামুটি সুস্থ ১৫৩। আফনান সাবিক ঢাবি ভিসি চত্বর চিকিৎসা চলমান ১৫৪। মো. ইব্রাহিম খলিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিকিৎসা চলমান ১৫৫। রাকিবুল হাসান রাজ, ভিসি চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয়, মোটামুটি সুস্থ ১৫৬। নূর হাসান শহীদুল্লাহ হলের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়, মোটামুটি সুস্থ ১৫৭। মো. মুজাহিদ ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, চিকিৎসা চলমান ১৫৮। মো. রাশেদুল ইসলাম, ভিসি চত্বর চিকিৎসা চলমান ১৫৯। মো. শাকিল হোসেন, ভিসি চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয় মোটামুটি সুস্থ ১৬০। মো. রেদওয়ানুল ইসলাম, ভিসি চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়, মোটামুটি সুস্থ ১৬১। মো. শাকিল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চিকিৎসা চলমান ১৬২। সেজান রহমান সুজন, ভিসি চত্বর ঢাবি, মোটামুটি সুস্থ ১৬৩। ফাতেমা আক্তার, ভিসি চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয়, মোটামুটি সুস্থ ১৬৪। মো. রিপন খান, ভিসি চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয়, চিকিৎসা চলমান ১৬৫। মো. তানজিনুর রহমান মাহিন, ঝিনাইদহ (উজির আলী স্কুল) চিকিৎসা চলমান ১৬৬। মো. মাসুম, ভিসি চত্বর ঢাবি, মোটামুটি সুস্থ ১৬৭। পলাশ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মোটামুটি সুস্থ ১৬৮। মো. কাজী আব্দুল্লাহ, সাইন্সল্যাব চিকিৎসা চলমান ১৬৯। আব্দুর রহমান, উত্তরা রাজলক্ষ্মী, চিকিৎসা চলমান ১৭০। মো. আসাদ খান, বরিশাল ব্রজমোহন কলেজ, চিকিৎসা চলমান ১৭১। মো. আমিনুল ইসলাম ইসলামিয়া কলেজ মাঠ সিরাজগঞ্জ, আশঙ্কাজনক ১৭২। শাফিন আহমেদ, চানখাঁরপুল, ঢাকা, সুস্থ ১৭৩। মোহাম্মদ সাকিল চট্টগ্রাম ষোলশহর স্টেশন, চিকিৎসা চলমান ১৭৪। রাহাত মিয়া, উয়াজির আলী স্কুল মাঠ, ঝিনাইদহ, চিকিৎসা চলমান ১৭৫। ইনতিসার আলাবি, ষোলশহর রেলওয়ে স্টেশন সংলগ্ন, আড়ং এর সামনে, মোটামুটি সুস্থ ১৭৬। রাহাত মিয়া, উয়াজির আলী, ঝিনাইদহ সদর, চিকিৎসা চলমান ১৭৭। ইমতিয়াজ আবছার চৌধুরী, নতুনবাজার, কাপ্তাই রাঙ্গামাটি, মোটামুটি সুস্থ ১৭৮। সৈয়দ আবু রায়হান, সাইন্সল্যাব, সিটি কলেজ, ঢাকা, মোটামুটি সুস্থ ১৭৯। মো. আহাদ, ময়মনসিংহ, চিকিৎসা চলমান ১৮০। জুনায়েত খান রাহাত, মুরাদপুর চট্টগ্রাম, চিকিৎসা চলমান ১৮১। মো. সালমান শরীফ, সাইন্সল্যাব, ঢাকা, মোটামুটি সুস্থ ১৮২। শরীফ, সাইন্সল্যাব, ঢাকা, মোটামুটি সুস্থ ১৮৩। মো. মাসুম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ক্যাম্পাস, চিকিৎসা চলমান ১৮৪। কেফায়েত উল্লাহ, শাহবাগ, মোটামুটি সুস্থ ১৮৫। সাব্বির আহমেদ, হাতিরপুল, ঢাকা, মোটামুটি সুস্থ, ১৮৬। সাইদুল ইসলাম অপু, আজিমপুর, মোটামুটি সুস্থ ১৮৭। বাবুল হোসেইন বাবু, মানিকনগর, ঢাকা, আশঙ্কাজনক ১৮৮। রায়হান উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মোটামুটি সুস্থ ১৮৯। মো. নিবরাস মিয়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, মোটামুটি সুস্থ ১৯০। মো. মিনহাজুর রহমান, ২ নম্বর গেট চিটাগাং, মোটামুটি সুস্থ ১৯১। রাতুল, মহাখালী, চিকিৎসা চলমান ১৯২। মো. আকাশ, গোবিন্দগঞ্জ সদর, গাইবান্ধা, মোটামুটি সুস্থ ১৯৩। রাকিব উল্লাহ আহসান, নতুনুল্লাবাদ বাস টার্মিনাল, বরিশাল, চিকিৎসা চলমান ১৯৪। তসলিম উদ্দিন, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, চিকিৎসা চলমান ১৯৫। মো. শুভ সিদ্দিকী, মিরপুর-১০, চিকিৎসা চলমান ১৯৬। আরাফাত শেখ, ডিসি অফিসের সামনে কুষ্টিয়া, মোটামুটি সুস্থ ১৯৭। আরিফ হোসেন, আজমপুর উত্তরা, ঢাকা, চিকিৎসা চলমান ১৯৮। মো. আরিফ হাওলাদার, মিরপুর-১০ গোল চত্বর, আশঙ্কাজনক ১৯৯। মো. নবীন, মিরপুর-১০, চিকিৎসা চলমান ২০০। মো. ওসমান গনি, কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে বাড্ডা, সুস্থ ২০১। মাইমুন নুর চৌধুরী, মুরাদপুর আন্ধারকিল্লা, চিকিৎসা চলমান ২০২। আব্দুল্লাহ আল তৌফিক, মেরুল বাড্ডা, চিকিৎসা চলমান ২০৩। শাকিব মিয়া, বাড্ডা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে, মোটামুটি সুস্থ ২০৪। ফাহিম, হবিগঞ্জ সদর, মোটামুটি সুস্থ ২০৫। মো. আকাশ, সাভার পাকিজা, চিকিৎসা চলমান। ২০৬। মো. হিসান হাওলাদার, উত্তরা আজমপুর, মোটামুটি সুস্থ, ২০৭। মো. তারেক, আগারগাঁও, আশঙ্কাজনক, ২০৮। মো. তাহমিদ, বরিশাল বিশ্ববিদ্যালয়, মোটামুটি সুস্থ ২০৯। মো. নাইমুল ইসলাম খান অনিক, উত্তরা, আজমপুর, চিকিৎসা চলমান, ২১০। মোহাম্মদ সাফওয়ান সুহাইব, বাড্ডা, চিকিৎসা চলমান ২১১। রাফিউল ইসলাম, মাদারীপুর, শকুনি লেক, চিকিৎসা চলমান ২১২। স্বাধীন, রামপুরা, মোটামুটি সুস্থ ২১৩। ইয়াশ শরীফ খান, চট্টগ্রাম, চিকিৎসা চলমান ২১৪। মো. তারেক ইসলাম, মানিকনগর, মুগদা, ওয়ারী, চিকিৎসা চলমান ২১৫। মো. ওয়াদুদ মোরশেদ, মুরাদপুর, চট্টগ্রাম, চিকিৎসা চলমান ২১৬। রাফি, নাটোর সদর, চিকিৎসা চলমান ২১৭। হাসিবুর রহমান, পুরাতন বাসস্ট্যান্ড, মোটামুটি সুস্থ ২১৮। এ কে আজাদ, মাদারীপুর সদর, চিকিৎসা চলমান ২১৯। তানভীর আহাম্মদ, কোটবাড়ি, বিশ্বরোড, কুমিল্লা, মোটামুটি সুস্থ ২২০। তাসরিফ আলম, মোহাম্মাদি হাসপাতালের সামনে, চিকিৎসা চলমান ২২১। মাহাদী হাসান, আমতলী, বরগুনা, চিকিৎসা চলমান ২২২। মো. তানবির হাসান রিয়াদ, উত্তরা, মোটামুটি সুস্থ ২২৩। মো. মবিন, উত্তরা, আশঙ্কাজনক ২২৪। মাহমুদুল হাসিব সাঈদী, উত্তরা, ঢাকা, চিকিৎসা চলমান ২২৫। মো. রায়হান হাসান, উত্তরা, আজমপুর, চিকিৎসা চলমান ২২৬। মো. হাসিবুর রহমান, পারনান্দুয়ালী স্ট্যান্ড, মাগুরা, চিকিৎসা চলমান ২২৭। তানভীর আহাম্মদ, কোটবাড়ি, কুমিল্লা, মোটামুটি সুস্থ ২২৮। মো. আল-আমীন খান, ধানমণ্ডি-২৭, সাইন্সল্যাব, ঢাকা, চিকিৎসা চলমান ২২৯। মো. সোহানুর ইসলাম, রামপুরা, ঢাকা, চিকিৎসা চলমান ২৩০। আজহারুল ইসলাম সৌরভ, উত্তরা, ঢাকা, চিকিৎসা চলমান ২৩১। মো. তানভীর রহমান, উত্তরা, ঢাকা চিকিৎসা চলমান ২৩২। মো. তিনভীর মোল্লা, জেলখানা মোড়, নরসিংদী, চিকিৎসা চলমান ২৩৩। জহির ইসলাম, যমুনা ফিউচার পার্কের সামনে, চিকিৎসা চলমান ২৩৪। শফিউল হক, সাতমাথা, বগুড়া, আশঙ্কাজনক ২৩৫। মো. জনি হোসেন, বকুলতলা, পঞ্চগড়, চিকিৎসা চলমান ২৩৬। মো. মুবিন, উত্তরা, পূর্ব পুলিশ থানা, চিকিৎসা চলমান ২৩৭। মো. আশরাফ হোসেন ইমন, উত্তরা, চিকিৎসা চলমান ২৩৮। মোহাম্মদ ইয়াশ শরীফ খান, চট্টগ্রামের বহদ্দারহাট, আশঙ্কাজনক ২৩৯। আমিনুল ইসলাম আরিফ, পেট্রোল পাম্প, কক্সবাজার, চিকিৎসা চলমান ২৪০। ইমন প্রধান, নরসিংদী সদর, আশঙ্কাজনক ২৪১। ইমরান হোসেন, যাত্রাবাড়ী, চিকিৎসা চলমান ২৪২। মামুনুর রশীদ, কোটবাড়ি, কুমিল্লা, চিকিৎসা চলমান ২৪৩। মো. ইসহাক ভূঁঞা, নতুন ব্রিজ, চট্টগ্রাম, সুস্থ ২৪৪। মো. লতিফুর রহমান লুসাদ, উত্তরা, ঢাকা, সুস্থ ২৪৫। মো. বেল্লাল, মুরাদিয়া বোর্ড অফিস বাজার, দুমকি, চিকিৎসা চলমান ২৪৬। মো. মেজবাহ উদ্দিন ইমন, উত্তরা, চিকিৎসা চলমান ২৪৭। মো. মেহেদী হাসান, মহাখালী রেলক্রসিং, চিকিৎসা চলমান ২৪৮। মো. সাগর হোসেন, কোটবাড়ি, বিশ্বরোড, চিকিৎসা চলমান ২৪৯। শ্রেষ্ঠ সরকার, পিটিআই মোড়, নীলফামারী, মোটামুটি সুস্থ ২৫০। মো. মাহামুদুল হাসান, মিরপুর ডিওএইচএস শপিং কমপ্লেক্স, মিরপুর, সুস্থ ২৫১। জাহিদ হাসান, নরসিংদী জেলখানার মোড়, সুস্থ ২৫২। মো. তারেক ইসলাম, শাহবাগ, চিকিৎসা চলমান ২৫৩। মো. ফারহান আনজুম রাফিদ, নরসিংদী জেলখানার মোড়, সুস্থ ২৫৪। হাসিব বিন হাসান, সিএমএম কোর্ট, লক্ষ্মীবাজার, চিকিৎসা চলমান ২৫৫। নুরুল্লাহ, সরকারি আজিজুল হক কলেজের সামনে, চিকিৎসা চলমান ২৫৬। সাজিদ হাসান রিমন, মিরপুর-১০, চিকিৎসা চলমান ২৫৭। মো. আলী আকবর, উত্তরা, চিকিৎসা চলমান ২৫৮। সালেহ আহমদ, যাত্রাবাড়ী, চিকিৎসা চলমান ২৫৯। হৃদয়, আজমপুর, উত্তরা, আশঙ্কাজনক।