বিনোদন
মুখ খুললেন মনামী
বিনোদন ডেস্ক
১৩ আগস্ট ২০২৪, মঙ্গলবারবহুমুখী প্রতিভার অধিকারী হয়েও খুব একটা সিনেমার প্রস্তাব আসে না অভিনেত্রী মনামী ঘোষের কাছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খোলেন তিনি। মনামী বলেন, কেন প্রস্তাব আসে না সেটা পরিচালকেরাই বলতে পারবেন। আমি ভালো অভিনেত্রী, নাচ করতে পারি। লোকে বলে আমি সুন্দরী। নায়িকা হতে আর কী চাই! তার পরেও কেন প্রস্তাব আসে না, আমিও জানতে চাই।