ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

খুলনায় অর্ধশতাধিক প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে হামলা-ভাঙচুর

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
৭ আগস্ট ২০২৪, বুধবার

খুলনায় জেলা পরিষদ ভবনসহ অর্ধশতাধিক প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। গত সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলা পরিষদ ভবন, কেসিসি মেয়রের বাড়িসহ নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এদিকে মহানগর বিএনপি’র এক সংবাদ সম্মেলনে লুটপাটকারী ও দুর্বৃত্তদের আটক করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। 
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার রাতে নগরীর গগণ বাবু রোডে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের বাসায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। তার বাড়ির চেয়ার, টেবিল, ফ্যান, টিভি, ফ্রিজ সবকিছু লুটপাট করা হয়েছে। এর আগে সোমবার দু’দফা হামলা চালানো হয় সিটি মেয়রের বাড়িতে। এ ছাড়া খুলনা জেলা পরিষদ, খুলনা প্রেস ক্লাব, সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের শেরে বাংলা রোডের বাড়ি, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বিপ্লবের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সব প্রতিষ্ঠান ও বাড়ির সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। কোনো কিছুই ব্যবহারের জন্য আর অবশিষ্ট নেই।
এ ছাড়া স্থানীয় পত্রিকা দৈনিক দেশ সংযোগ অফিস ভাঙচুর করা হয়। এ সময়ে কম্পিউটার, পিন্টার মেশিনসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়। 
মঙ্গলবার দুপুর ১টার দিকে সরজমিন নগরীর শেরে বাংলা রোডের শেখ হেলালের বাড়ি গিয়ে দেখা যায় বাড়ির টাইলস, পুড়ে যাওয়া দরজা-জানালা খুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। একই অবস্থা দেখা যায় জেলা পরিষদ ভবনে।
এ ছাড়া নগরীর অধিকাংশ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে।

বিজ্ঞাপন
অনেক বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করা হয়েছে। এদিকে নগরীর ডাকবাংলো মোড়সহ বড় বাজারের বেশকিছু দোকানপাট লুটপাট করা হয়েছে। এ ছাড়া নগরীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ভাঙচুর ও লুটপাট করা হয়েছে সারারাত ধরে। জেলার বিভিন্ন গ্রামেও ভাঙচুর লুটপাটের খবর পাওয়া গেছে।
গতকাল সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আয়োজিত মহানগর বিএনপি এক সংবাদ সম্মেলনে নগর আহ্বায়ক এডভোকেট শফিকুল আলম মনা বলেন, লুটপাটকারী ও দুর্বৃত্তরা কোনো দলের সদস্য হতে পারে না। এদের প্রতিহত ও জনগণের জানমালের রক্ষা করার জন্য বিএনপি’র নেতাকর্মীরা পাড়া-মহল্লায় পাহারা বসিয়েছে। এদেরকে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তাদের আটক করে আইনের আওতায় আনার আহ্বান জানান বিএনপি’র নেতারা। এ সময়ে উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, ফখরুল আলম, শেখ সাদী, মোল্লা ফরিদ আহমেদ প্রমুখ।
এদিকে মঙ্গলবার অফিস-আদালত খোলা থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল কম। নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়, পিকচার প্যালেস মোড়, বড় বাজারসহ বেশির ভাগ এলাকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। ডাকবাংলো মোড়ের একজন ব্যবসায়ী জানান, নিরাপত্তার অভাবে তারা দোকানপাট খোলেননি।

নিরাপত্তার দাবিতে পুলিশ সদস্যদের কর্মবিরতি
জীবনের নিরাপত্তার দাবিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লাইনের পুলিশ সদস্যরা কর্মবিরতি শুরু করেছে। মঙ্গলবার বেলা ১২টার পর থেকে নগরীর বয়রাস্থ পুলিশ লাইনের ৫০০ থেকে ৬০০ জন পুলিশ সদস্য কর্মবিরতি শুরু করেন। এ সময় তারা জীবনের নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে সেøাগান দেয়। পুলিশ সদস্যদের অভিযোগ কিছুসংখ্যক ঊর্ধ্বতন কর্মকর্তার বিতর্কিত কর্মকাণ্ড ও ক্ষমতার অপপ্রয়োগের কারণে সমস্ত পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ন হচ্ছে। যার দায়ভার সাধারণ পুলিশ সদস্যরা কোনোভাবেই নিতে পারে না।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status