ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

বিসিবিতে সুশাসন চান নান্নু, সুদিনের আশায় হাবিবুল বাশার

স্পোর্টস রিপোর্টার

(১ মাস আগে) ৬ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ২:৫৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

mzamin

বাংলাদেশে এখন চলছে পালাবদল। গতকাল শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালান। এরপর সর্বক্ষেত্রেই পরিবর্তনের ডাক শোনা যাচ্ছে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তন আনার দাবি করলেন একদল ক্রিকেট সংগঠক। আজ বিসিবিতে সকাল ১০টার দিকে  ‘ক্রিকেট সংগঠক’ লেখা ব্যানারে হাজির অবস্থান নেন বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা। এ সময় সেখানে ছিলেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার। মিনহাজুল সাংবাদিকদের বলেন, ‘বিসিবিতে সুশাসন প্রতিষ্ঠা হোক।’ আর হাবিবুলের কথা, ‘সুদিনের আশা করছি।’

এই ক্রিকেট সংগঠকদের দাবি, আওয়ামী লীগ সরকারের অধীনে এত দিন বিসিবিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এসবের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে। অবস্থান কর্মসূচীতে বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে উপস্থিত ছিলেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক ও সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, পারটেক্স স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা সাজ্জাদ হোসেন, লিজেন্ডস অব রূপগঞ্জের কর্মকর্তা সাব্বির আহমেদ, প্রাইম দোলেশ্বরের যুগ্ম-সম্পাদক মুশতাক হোসেন, মোহামেডানের কর্মকর্তা তারিকুল ইসলাম, জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহাদাত হোসেন, বিসিবির সাবেক দুই কাউন্সিলর জিয়াউর রহমান ও বোরহান উদ্দিনসহ আরও অনেকে।

রফিকুল ইসলাম বলেন, ‘২০১২ সালের পর আবার বিসিবিতে এসেছি। এসেছিলাম বিসিবির প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলতে। কিন্তু তাকে পাইনি। আমাদের দাবি, বিসিবি থেকে অযোগ্য সংগঠকদের সরিয়ে এখানে যোগ্য ক্রিকেট সংগঠকদের নিয়ে আসতে হবে।’ এরপর বিসিবির সভাকক্ষে গিয়ে বসেন সংগঠকরা।

পাঠকের মতামত

শুধু বিসিসিবি তে না বাফুফে তেও বহু বছর থেকে দুনীতির মহা উৎসব চলছে সুতরাং ক্রীড়া মোদি মহলের অনেক দিনের দাবি বাফুফের প্রেসিডেন্ট ও বিসিবির প্রেসিডেন্ট এবং উভয় সংস্থার অন্যান সদস্যদেরও দূর্নীতির ব্যাপারে দুদকের কালবিলম্ব না করে সিরিয়াস ভাবে স্বউদ্বগে এখনই তদন্ত নেমে পরা উচিৎ।

Shahid Uddin
৬ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ৮:৩৮ অপরাহ্ন

It is alarming to see Nannu & Habibul Bashar back in the new BCB frame work. They were the principal beneficiaries of Papon and Co. We like to see new deserving and capable faces in BCB and elimination of all old BCB corrupt officials.

Abir
৬ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ৫:০৫ অপরাহ্ন

বিশেষ করে নান্নু এবং বাশার এই দুর্নীতি, অনিয়মের কথা এতদিন বলেননি কেন? এরা দুজনই পাপনের খুবই কাছের এবং ঘনিষ্ঠ। এত তারাতারি রং বদলাইয়া ফেললেন?

Digital
৬ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ৩:২৯ অপরাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status