বাংলারজমিন
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা হিরনের লাশ ঝুলিয়ে রাখলো বিক্ষুব্ধ জনতা
ঝিনাইদহ প্রতিনিধি
৬ আগস্ট ২০২৪, মঙ্গলবারঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় পোড়াহাটী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ (৭৫) নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে বিক্ষুব্ধ জনতা ঝিনাইদহ শহরের স্টেডিয়ামপাড়ার বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিলে ঘরের মধ্যে দগ্ধ হয়ে তিনি মারা যান। বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে প্রবেশ করে লাশ নিয়ে যায় পায়রা চত্বরে। সেখানে তার পোড়া লাশ ঝুলিয়ে রাখা হয়। এর আগে হিরণের বাড়িতে জনতা ঘেরাও করলে শহিদুল ইসলাম হিরণ তার লাইসেন্স করা বন্দুক ও পিস্তল দিয়ে গুলি চালান। এতে প্রায় ২৫ জন আহত হন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় জনতার গণপিটুনিতে হিরণের গাড়ি চালক আক্তার হোসেন বিকালে নিহত হন। এদিকে হিরণ নিহত হওয়ার খবরে হাজার হাজার জনতা তার ঝুলন্ত লাশ দেখতে পায়রা চত্বরে এসে জমা হয়। শহিদুল ইসলাম হিরণ জাসদ গনবাহিনী দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন। এরপর সর্বহারা, বিপ্লবী কমিউনিষ্ট পার্টি, জাতীয় পার্টি, বিএনপি ও সর্বশেষ আওয়ামী লীগে যোগদান করেন। তার বিরুদ্ধে এলাকায় বহু হত্যা, নির্যাতন ও অপকর্মের অভিযোগ ছিল। এক সময় তাকে বাংলাদেশের মিডিয়া ‘ঝিনাইদহের এরশাদ শিকদার’ উপাধি দেন।
আরেকটা দলের কাজনীতিও সে করেছে। ১৯৯৫ সালে বিএনপির অবস্থা বেগতিক দেখে সে ইসলামী ঐক্যজোটের যোগ দিয়েছিল।