রাজনীতি
জনগণকে শান্ত থাকার আহ্বান খালেদা জিয়া ও তারেক রহমানের
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৫ আগস্ট ২০২৪, সোমবার, ৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৮ পূর্বাহ্ন
চলমান সার্বিক এই পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
Tui Bolar ke Khokon....People will decide..None of your business...Don't you court ruled was instructed by Khuni Hayena Hasina. Just shut your mouth.
People needs to be careful and not to forget that Khaleda Zia and the Prince thief Tariq do not exploit the situation. These two are no better than Al and Jamat.
যে যেখানে আছেন ভালো থাকেন। ক্ষমতার দিকে ভুলেও তাকাবেন না। ভুল শুধু হাসিনাই করে নাই, আপনাদের দ্বারা শুরু হয়েছিল। দেশের ছাত্র সমাজ, আসল মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, পেশাগত আইনজীবী, পেশাগত লেখক শ্রমিক এমন কি প্রয়োজনে বস্তিবাসীসহ সবাই মিলে দেশ চালাবে। মায়ের, বাপের, ছেলের দ্বারা, গোষ্ঠী দ্বারা দেশ আর চলবে না। দেশে চলবে জনগনের ভোটে নির্বাচিত ব্যক্তিবর্গের দ্বারা। আপনাদের মত ক্ষমতা লোভী ব্যাক্তির জন্য দেশ আজ ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিণত হচ্ছে। শহীদ পরিবার যারা এই আন্দোলনে স্বামী, ছেলেকে হারিয়েছেন যদি তারা ইচ্ছে করেন নির্বাচিত হয়ে দেশ চালাতে পারবেন। আপনারা যারা বিচারে দোষী সাব্যস্ত হয়ে আছেন তাদের জেল জরিমানা পেতেই হবে।