ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

আন্দোলনকারীদের পক্ষে দাঁড়ালেন যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের সহ-অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

(১ মাস আগে) ৪ আগস্ট ২০২৪, রবিবার, ৯:১৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৩৩ অপরাহ্ন

mzamin

বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন এখন সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছে। আন্দোলনের পক্ষে এবার সোশ্যাল প্লাটফর্মে নিজের প্রোফাইল পরিবর্তন করলেন যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের সহ-অধিনায়ক অ্যারন জোন্স। এর আগে আন্দোলনকারীদের পাশে দাঁড়ান আর্জেন্টিনার বিশ^কাপজয়ী ফুটবলার এনজো ফার্নান্দেজও।
কোটা সংস্কার গত কয়েকদিনে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। অ্যারন জোন্সের জন্ম যুক্তরাষ্ট্রে হলেও তার ক্রিকেটের হাতেখড়ি ওয়েস্ট ইন্ডিজে। ২০১৬ সালে কম্বাইন্ড ক্যাম্পাসেস এবং কলেজেসের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অভিষেক হয় তার। শাই হোপ, হোল্ডারদের পাশে খেলেছেন বার্বডোজ দলের হয়েও। ২০১৮ সালে বার্বাডোজের ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর তিনি যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। এতদিন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের এক ম্যাচে ক্রিস গেইলের দখলেই সর্বাধিক ছক্কা হাঁকানোর কৃতিত্ব ছিল। জোন্স বিশ্বকাপে নিজের প্রথম ইনিংসে সর্বাধিক ১১৭ রান করেন। ভেঙে দেন গেইলের রেকর্ডও।
বাংলাদেশের শিক্ষার্থীরা গত কয়েকদিন ফেসবুকে কয়েকটি প্রোফাইল পিকচার ব্যবহার করছেন। লাল রঙ ছাড়াও একটি ছবিতে এক কিশোরের চোখ বাঁধা লাল রংয়ের কাপড় দিয়ে। ফেসবুকে এমন ছবি প্রকাশ করেছেন জোন্স। সেখানে তিনি লিখেছেন, ‘আমার সব বাংলাদেশি ফ্যানের প্রতি বলছি, আমি তোমাদের শুনছি এবং আমি তোমাদের জন্য প্রার্থনা করছি।’

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status