বাংলারজমিন
মুক্তাগাছায় থানার গেটে হামলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
৫ আগস্ট ২০২৪, সোমবারময়মনসিংহের মুক্তাগাছায় মুক্তাগাছা থানার গেটে হামলা, উপজেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও ইসলাম পরিবহনের ২টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে শহরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা মিছিল নিয়ে প্রথমে মুক্তাগাছা থানার গেটে হামলা চালায় এবং ভুয়া ভুয়া বলে স্ল্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ থানার ছাদে সশস্ত্র অবস্থায় অবস্থান করেন। পরে আন্দোলনকারীরা মিছিল সহকারে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং ইসলাম পরিবহনের ২টি গাড়ি ভাঙচুর করে। উপজেলা যুবলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাহবুবুল আলম মনিরের বাসভবনে আন্দোলনকারীরা হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে সকালে মুক্তাগাছা শহরে আওয়ামী লীগের মধ্যম সারির দুয়েকজন নেতাকে দেখা গেলেও আন্দোলনকারীদের শহরে প্রবেশের পরপরই তাদেরকে আর দেখা যায়নি।