বাংলারজমিন
মাগুরায় শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে নিহত ৪
মাগুরা প্রতিনিধি
৫ আগস্ট ২০২৪, সোমবারমাগুরায় গতকাল রোববার শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে ২ জন শিক্ষার্থীসহ ৪ জন নিহত হয়েছে। এরা হলো সদরের বরণাতৈল বিশ্বাস পাড়ার মৃত ময়েন উদ্দিন বিশ্বাসের ছেলে মেহেদী হাসান রাব্বী (২৬)। রাব্বী জেলা ছাত্রদলের যুগ্মসম্পাদকের দায়িত্বে ছিল। অপর দুইজন হলো শ্রীপুরের নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ফরহাদ হোসেন (২২), মহম্মদপুর সদরের ইউনুস আলীর ছেলে আহাদ আলী বিশ্বাস (১৯) ও মহম্মদপুরের বালিদিয়া গ্রামের কানু মোল্যার ছেলে সুমন শেখ (১৭)। নিহত ফরহাদ চট্টগ্রাম বিশ্ববিদালয়ের শিক্ষার্থী ও আহাদ আলী বিশ্বাস মহম্মদপুর আমিনুর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী। জানা গেছে, রোববার সকাল থেকে মাগুরা শহরের নতুন বাজার, কেশবমোড়. চৌরঙ্গী মোড়, ঢাকা রোড, পারনান্দুয়ালী ব্রিজ ও ভায়না এলাকায় পুলিশ বাহিনীর সদস্যরা অবস্থান নেয়। সকাল ৯টায় মাগুরা-ঢাকা মহাসড়কের পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া জামে মসজিদ এলাকায় ছাত্রদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। এ সময় পারনান্দুয়ালী এলাকার ৫ শতাধিক মানুষ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে তাদের সঙ্গে সমবেত হয়। বেলা ১১টায় পুলিশ ওই এলাকায় পৌঁছে শিক্ষার্থীদের ধাওয়া দেয়। মুহূর্তের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে যায় চারদিক। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের উদ্দেশ্য টিয়ারসেল ও কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এ সময় পুলিশের গুলিতে মেহেদী হাসান রাব্বী আহত হয়। পরে গুলিবিদ্ধ রাব্বীকে মাগুরা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। দুপুরে পারনান্দুয়ালী এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে জেলা ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষে মধ্যে ধাওয়া-পাল্লা ধাওয়া চলে। সংঘর্ষ চলাকালে ছাত্রলীগের গুলিতে ফরহাদ (২২) গুলিবিদ্ধ হয়। পরে আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে আনলে সে অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
অন্যদিকে, মহম্মদপুর উপজেলার পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষ চলাকালে ২ জন গুলিবিদ্ধ হয়। পরে তারা মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে মারা যায়। এদিকে রোববার সকাল থেকে শহরের ভায়না এলাকা বিএনপি কর্মীদের পুরোপুরি দখলে থাকে। সকাল থেকে সেখানে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ ধাওয়া খেয়ে ওই স্থান ত্যাগ করে। এ সময় ভায়না এলাকায় কিছু দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে আগুন দেয়। পরে মনোয়ারা জামান ও দত্ত ফিলিং স্টেশনে আগুন দেয় তারা। বিকালে ট্রাকের টায়ার জ্বালিয়ে মাগুরা-যশোর, মাগুরা-ঝিনাইদহ, মাগুরা-ফরিদপুর সড়ক দখলে রাখে তারা। বিকালে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ দেখা যায়নি। এ সময় শহরের দোকানপাট বন্ধ ছিল। চলেনি কোনো যানবাহন। পুরো শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারণ মানুষ রয়েছে আতঙ্কে।