ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

রাজনীতি

আন্দোলনকারীদের উদ্দেশে কর্নেল অলি

এক মুহূর্তের জন্যেও সরকারকে বিশ্বাস করবেন না

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ৪ আগস্ট ২০২৪, রবিবার, ৭:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:২৭ অপরাহ্ন

mzamin

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উদ্দেশে লিবারেল ডেমোক্রেটি পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, এই নিষ্ঠুর ও অমানবিক, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে এক মুহূর্তের জন্যেও বিশ্বাস করবেন না। আপনাদের যৌক্তিক দাবি থেকে এক সুতা পরিমাণও সরা যাবে না। রোববার এক বিবৃতি তিনি এসব কথা বলেন।

আন্দোলনকারীদের উদ্দেশে অলি আহমদ বলেন, আপনারা বেইমান, মুনাফেক, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, আপনাদের হত্যাকারী এবং গণতন্ত্র হত্যাকারীদের কথায় বিভ্রান্ত হবেন না। তারা বিভিন্নজনকে, বিভিন্নভাবে আন্দোলন নস্যাৎ করার জন্য আপনাদের পিছনে লেলিয়ে দিয়েছে। মনে রাখবেন, বাংলাদেশের জন্য এটি দ্বিতীয় মুক্তিযুদ্ধ। আর আমাদের ছাত্র সমাজ, আমাদের ছেলে-মেয়েরা, আমাদের ভবিষ্যৎ। দেশের ভবিষ্যৎ প্রজন্মের উপর আঘাত, এই জাতি কখনো মেনে নিবে না। যে বা যারাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর আঘাত করবে, তাদেরকে অবশ্যই জনগণের সামনে জবাবদিহি করতে হবে। 

এখন দফা এক, দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ উল্লেখ করে তিনি বলেন, সকল বাধা, বিপত্তি উপেক্ষা করে, সুশৃঙ্খলভাবে আন্দোলন চালিয়ে যাবেন। স্বৈরাচার সরকারের পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি শিথিল করা যাবে না। নতুন জাতীয় বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। জাতীয় ঐক্য ধরে রাখুন। সাবধানতা ও সুকৌশল অবলম্বন করুন। মিথ্যাবাদী ও গুজব রটনাকারীদের কথায় বিভ্রান্ত হবেন না। অপরাধীদের পালানোর পথ বন্ধ করুন। 

আন্দোলনকারীদের উদ্দেশে কর্নেল অলি আরও বলেন, আমাদের পূর্ণ সমর্থন, আপনাদের সাথে আছে। তবে স্ব শরীরে অংশগ্রহণ করে আপনাদের এই বিশাল আত্মত্যাগ ও অর্জনকে বিতর্কিত করতে চাই না। এই সফলতা আপনাদের ও সাধারণ মানুষের। আল্লাহ আপনাদের সাহায্য করুন, সহায় হোন। আপনাদের বিজয় হবেই-ইনশাআল্লাহ। 

পাঠকের মতামত

May Allah Bless you all..

Anwarul Azam
৬ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ৪:৪৪ পূর্বাহ্ন

ইনশাআল্লাহ

মোহাম্মদ আরিফ
৪ আগস্ট ২০২৪, রবিবার, ১০:১১ অপরাহ্ন

স্যারকে ধন্যবাদ।

আব্দুর রহিম
৪ আগস্ট ২০২৪, রবিবার, ৮:০৮ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status