খেলা
নিজের সেরা টাইমিংও করতে পারলেন না সোনিয়া
স্পোর্টস রিপোর্টার, প্যারিস (ফ্রান্স) থেকে
৪ আগস্ট ২০২৪, রবিবারএকদিকে স্তাদে দ্য ফ্রান্সের ট্র্যাকে ইমরানুর অন্যদিকে লা দিফঁসেরের পুলে নেমেছেন সোনিয়া খাতুন। ইমরানুরের মতো সোনিয়াও হতাশ করেছেন। ৫০ মিটার ফ্রি স্টাইলে সোনিয়া ৩০ দশমিক ৫২ সেকেন্ড সময় নিয়ে ৩ নম্বর হিটে যৌথভাবে ষষ্ঠ হয়ে বিদায় নিয়েছেন। লা ডিফেন্সে এই টাইমিং শেষে সোনিয়া বলেন, ‘চেষ্টা করেছিলাম আরও একটু ভালো করার। তা হলো না। অলিম্পিকের অভিজ্ঞতা ক্যারিয়ারে সামনের দিকে কাজে লাগবে। সাঁতার দলের কোচ আব্দুল হামিদও প্যারিস এসেছেন। সোনিয়ার টাইমিং নিয়ে তিনি বলেন, ‘অনুশীলন শুরু হয়েছে জুনের প্রথম সপ্তাহে। মাঝে ঈদের ছুটি ছিল। টাইমিং কমানোর জন্য যথেষ্ট সময় ছিল না।’ সাঁতারু সামিউল ইসলাম রাফি আগেই বিদায় নিয়েছেন প্যারিস অলিম্পিক থেকে। রাফি অবশ্য তার টাইমিং ০.০২ কমিয়েছেন। সেটা অবশ্য তিনি থাইল্যান্ডে উচ্চতর অনুশীলনের থাকার কারণেই হয়েছে। প্যারিস অলিম্পিকে বাংলাদেশের পাঁচ ক্রীড়াবিদের মধ্যে রাফিই একমাত্র টাইমিংয়ের উন্নতি করেছেন। বাকি তিন জন নিজের সেরা টাইমিংয়ের অনেক পেছনে ছিলেন। এরমধ্যে দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের পাঁচ ক্রীড়াবিদের অলিম্পিক অভিযান।