ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

অলিম্পিকে উত্তপ্ত লড়াইয়ে আর্জেন্টিনাকে হারালো ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
৪ আগস্ট ২০২৪, রবিবারmzamin

ম্যাচের আগেই উত্তাপ ছড়াচ্ছিল আর্জেন্টিনা-ফ্রান্সের ফুটবল লড়াই ঘিরে। ম্যাচ শেষে হলো ধাক্কাধাক্কি-ধস্তাধস্তি, হাতাহাতি। আর আর্জেন্টিনার বিপক্ষে পুরনো ক্ষতে প্রলেপ দিয়ে ফুটবল ডিসিপ্লিনের পুরুষ বিভাগের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। বোর্দোয় কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায় ফ্রান্স। ম্যাচের পঞ্চম মিনিটে হেডে লক্ষ্যভেদ করেন জ্যাঁ-ফিলিপে মাতেতা। আর্জেন্টিনার একের পর এক আক্রমণের মুখে ওই গোলটি যক্ষের ধনের মতো আগলে রেখে কাঙ্ক্ষিত জয় তুলে নেয় স্বাগতিকরা। দুই দলই এবার মুকুট ফিরে পাবার মিশনে। ফরাসিরা প্রথম এবং সবশেষ অলিম্পিকসের সোনা জিতেছিল ১৯৮৪ সালের আসরে। দু’টি সোনার সবশেষটি আর্জেন্টিনা পেয়েছিল ২০০৮ সালে, বেইজিংয়ের আসরে। সেরা আটের মঞ্চেই তা ফিরে পাওয়ার আশা গুঁড়িয়ে গেল হাভিয়ের মাসচেরানোর দলের। পঞ্চম মিনিটে ওলিসের কর্নারে বক্সের ভেতর থেকে মাতেতা দারুণ হেডে জাল খুঁজে নিলে এগিয়ে যায় ফরাসিরা। এরপর একের পর এক আক্রমণ শাণাতে থাকে আর্জেন্টিনা, কিন্তু মেলেনি গোল। ম্যাচে ৭০ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রেখে খেলা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধেও ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আক্রমণ শাণাতে থাকে। যোগ করা ১০ মিনিটে ফ্রান্সের রক্ষণে প্রচন্ড চাপ দেয় আর্জেন্টিনা; কিন্তু এচেভেরির দূরপাল্লার শট যায় বাইরে, একটু পর গন্দুর দুরূহ কোণ থেকে নেওয়া শট আটকান ফরাসি গোলরক্ষক। যোগ করা সময়ের নবম মিনিটে বক্সের ভেতরে ভালো জায়গায় থাকা গন্দু উড়িয়ে মেরে নষ্ট করেন সুবর্ণ সুযোগ। অন্তিম সময়ে ফরাসি অধিনায়ক মাতেতার শট ক্রসবার কাঁপিয়ে ফিরলেও জয়ের আনন্দে ভাটা পড়েনি স্বাগতিকদের। ম্যাচ শেষের বাঁশি বাজতেই শুরু হয় হুড়োহুড়ি। দুই পক্ষের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি। মাঠে পরিস্থিতি শান্ত হওয়ার পর টালেনেও দুই পক্ষের মধ্যে ফের শুরু হয় সংঘর্ষ। ২০২২ সালে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পরও তৈরি হয়েছিল একই পরিস্থিতি। আর সর্বশেষ কোপা আমেরিকা শিরোপা জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়রা ড্রেসিংরুমে ফ্রান্সকে নিয়ে নেতিবাচক গান গেয়ে আলোচিত-সমালোচিত হয়। এমনকি এ ঘটনায় জড়ান আর্জেন্টিনার রাজনৈতিক ব্যক্তিত্বরাও। দেশটির ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ফ্রান্সকে ‘ঔপনিবেশিক’ ও ‘দ্বিচারী’। পরে অবম্য এ জন্য ফ্রান্সের কাছে ক্ষমা চায় আর্জেন্টিনা সরকার। এবারের অলিম্পিকে আর্জেন্টিনাকে মোকাবিলার আগে এসব উঠে আসে ফ্রান্সের অধিনায়ক জ্যঁ-পিয়ের মাতেতার কণ্ঠেও। সেমিফাইনালে মিশরের মুখোমুখি হবে ফ্রান্স। আরেক কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়েকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারায় আফ্রিকান-আরব দলটি। টাইব্রেকারের আগে ১-১ সমতায় শেষ হয় খেলা। 
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status