বিশ্বজমিন
ইসরাইলি হামলায় আল জাজিরার সাংবাদিক ও ক্যামেরাপার্সন নিহত
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ১০:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন
ইসরাইলের হামলায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদক ও ক্যামেরাপার্সন নিহত হয়েছেন। তারা হলেন আল জাজিরার আরবি বিভাগের প্রতিবেদক ইসমাইল আল-ঘৌল এবং তার ক্যামেরাপার্সন রামি আল-রিফি। বুধবার গাজার পশ্চিমে শাতি শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর গাড়ি চাপায় প্রাণ হারান ওই দুই গণমাধ্যমকর্মী।
অনলাইন আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানে বুধবার ভোরে নিহত হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার বাড়ির কাছে সংবাদ সংগ্রহের সময় ওই নিহতের ঘটনা ঘটে। ইসমাইল হানিয়াকে হত্যার জন্য হামাস ইসরাইলকেই দায়ী করছে। ইসরাইলি বাহিনীর গাড়িতে চাপা পড়লে ওই দুই সাংবাদিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ইসমাইল আল-ঘৌল গত ৯ মাসের বেশি সময় ধরে গাজায় ইসরাইলি হামলার নৃশংস হত্যাকাণ্ডের সংবাদ সংগ্রহ এবং তা পরিবেশন করেছেন।
ইসমাইল এবং রামি গণমাধ্যমকর্মীদের যে পোশাক রয়েছে তা পরিহিত ছিলেন। নিহত হওয়ার ১৫ মিনিট আগে সর্বশেষ আল জাজিরার বার্তাকক্ষে তারা যোগাযোগ করেছিলেন। আল জাজিরার বার্তাকক্ষ থেকে যখন তাদের প্রতিবেদন সরাসরি সম্প্রচার করা হচ্ছিল তখন সেখানে হানিয়ার হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ চলছিল। এসময় তারা সেখানে ওই বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে যান এবং পরে ইসরাইলি বাহিনীর গাড়ির চাপায় নিহত হন।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) এর প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, ইসরাইলি হামলায় ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ১১১ গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। তবে গাজার সরকারি তথ্যমতে এ পর্যন্ত কমপক্ষে ১৬৫ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।